Kolkata Holi: কলকাতায় দোলে চরম মাতলামি, বাইক নিয়ে রঙবাজি, গ্রেফতার কতজন?

দোল মানে রঙ তো আছেই। কিন্তু দোল মানে পা একটু টলমল করার ব্যাপারও আছে। অনেককেই দেখা যায় মদ্যপ অবস্থায়। আর সেই দোলে এবার কলকাতায় কত ধরপাকড় হল সেটা একবার দেখে নিন। সব মিলিয়ে কলকাতায় মত্ততা ও অভব্যতা করার জন্য ৩০৫জন গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ৪৬.৭ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়। 

এবারে দোলের দিনে যাতে কোথাও কোনও গন্ডগোল না হয় সেটা রুখতে নানা ব্যবস্থা নিয়েছিল পুলিশ । বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়। নাকা চেকিং হতে থাকে। এদিকে দোলের দিনে অনেক সময়ই দেখা যায় যে হেলমেট ছাড়াই বাইকে চেপে যাচ্ছেন অনেকে। সেই সঙ্গেই মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে বাইক চালানোর ঘটনাও হয়। সেকারণে এবার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা ছিল। রাস্তা থেকেও অনেককে আটক করা হয়। 

তবে তার মধ্য়েই মা উড়ালপুলের উপর থেকে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। এজেসি বোস রোড থেকে পার্ক সার্কাসের দিকে যে রাস্তাটি উঠছে তার উপরেই সোমবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই যুবক বাইকে চেপে যাচ্ছিলেন। কীভাবে তার দুর্ঘটনাটি হল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ পরে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

শহরের অন্তত ৩৫০টি পয়েন্টে  পুলিশ পিকেট বসানো হয়েছিল। নারীদের উপর যাতে কোনও অভব্য আচরণ না করা হয় সেকারণে সবরকম ভাবে নজরদারি করা হচ্ছিল। সাদা পোশাকের পুলিশও নজরদারি চালাচ্ছিল। রঙ খেলাকে কেন্দ্র করে কেউ যাতে রঙবাজি না করে সেটাও দেখা হয়েছে। রঙ খেলাকে কেন্দ্র করে যাতে কেউ অশান্তি না পাকায় সেটার উপরও নজর রাখছিল পুলিশ।