Sports Highlights: শাহরুখের উপহার, মুম্বই-লখনউয়ের হার, দোলের দিন কেকেআরের ছুটি বাতিল? খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা:</strong> ইডেনে কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর রিঙ্কু সিংহকে কী উপহার দিলেন শাহরুখ খান? আইপিএলে হারল লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>কিংগ খানের সারপ্রাইজ়</strong></p>
<p>তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) হৃদস্পন্দন। সেই রিঙ্কু সিংহ (Rinku Singh) আইপিএল (IPL 2024) অভিযানের শুরুতেি পেয়ে গেলেন স্পেশ্যাল গিফট। কিংগ খানের দর্শন। তিনি নিজেই শুধু নন, পরিবারের সকলেই শাহরুখ খানের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের আনন্দ আরও রঙিন হল রিঙ্কুর।</p>
<p>গত আইপিএল থেকে বাইশ গজে চলছে তাঁর স্বপ্নের দৌড়। শুরু হয়েছিল গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে। যশ দয়ালের শেষ ওভারে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। পরপর পাঁচ ছক্কায় অসাধ্য সাধন করেছিলেন রিঙ্কু। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে কেকেআর যখনই বিপদে পড়েছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছেন রিঙ্কু। হয়ে উঠেছেন নাইট শিবিরের ভরসা। তাঁর ফিনিশার ভূমিকা এতটাই সমাদৃত হয়েছে যে, জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন রিঙ্কু। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>েও তাঁর থাকা কার্যত পাকা।</p>
<p>শনিবার কেকেআরের রুদ্ধশ্বাস জয়ের রাতেও ঝলসে উঠেছিল রিঙ্কুর ব্যাট। ১৫ বলে ২৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন রিঙ্কু। যে ইনিংস সাজানো ছিল তিনটি বাউন্ডারিতে। তাঁর প্রতিটি শটই ক্রিকেটীয়। দৃষ্টিনন্দন। ফিল্ডিংয়ের সময় বিদ্যুতের গতিতে মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে গিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ ক্যাচও নেন তিনি। কেকেআরের জয়ের অন্যতম কাণ্ডারি রিঙ্কু।&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের খেলা দেখতে শনিবার কলকাতায় এসেছিলেন। ম্যাচের পর মাঠে গিয়েই রিঙ্কুকে আলিঙ্গন করেন বাদশা। তাঁকে গাল টিপে আদর করতেও দেখা যায় বলিউডের বেতাজ বাদশাকে।</p>
<p><strong>মুম্বইয়ের হার</strong></p>
<p>ঢাকঢোল পিটিয়ে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল। এমনকী পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>&nbsp;শর্মাকে ছাঁটাই করে দিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু মুম্বই শিবিরে প্রত্যাবর্তনটা কিন্তু একেবারেই সুখকর হল না&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চলতি&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে নিজেদের প্রথম ম্য়াচে হারতে হল মুম্বই শিবিরকে। ৬ রানে জয় ছিনিয়ে নিল গুজরাত শিবির।</p>
<p><strong>কঠোর শাস্তি হর্ষিতের</strong></p>
<p>রুদ্ধশ্বাস ম্যাচে তাঁর করা শেষ ওভার ম্যাচ জিতিয়েছে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>কে (KKR)। শাহরুখ খানের (SRK) সামনে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের নতুন নায়ক হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি। সেই হর্ষিত রানা (Harshit Rana) ম্যাচ জিতিয়েও স্বস্তি পেলেন না। কারণ, মোটা টাকার জরিমানা হল হর্ষিতের। আচরণবিধি ভাঙার অভিযোগে।</p>
<p>শনিবারের ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নেন হর্ষিত। তবে বেশ কয়েকবার আগ্রাসন দেখান। ময়ঙ্ক অগ্রবালকে ফিরিয়ে তাঁর দিকে চুম্বন ছুড়ে দেন হর্ষিত। আর শেষ ওভারে দুরন্দ ছন্দে থাকা হেনরিখ ক্লাসেনকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেন। যা নিয়ে একপ্রস্থ কথা কাটাকাটিও হয় ক্লাসেনের সঙ্গে। হর্ষিতের দিকে তেড়ে যান ক্লাসেন। তার আগে ময়ঙ্কের সঙ্গেও কড়া দৃষ্টি বিনিময় হয়েছিল তরুণ ডানহাতি পেসারের।</p>
<p>হর্ষিতের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে তরুণ নাইট পেসার একই সঙ্গে দুটি লেভেল ওয়ান অপরাধ করেছেন। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফি&rsquo;র ১০ শতাংশ এবং দ্বিতীয় অপরাধের জন্য ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা যেহেতু লেভেল ওয়ান অপরাধ, তাই এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ পাবেন না রানা। মনে করা হচ্ছে, প্রথমে ময়ঙ্ক ও পরে ক্লাসেনের সঙ্গে বিবাদে জড়ানোর জন্য এত বড় শাস্তি হল হর্ষিতের।</p>
<p><strong>জয় দিয়ে অভিযান শুরু রাজস্থানের</strong></p>
<p>কে এল রাহুল (KL Rahul) ও নিকোলাস পুরান যখন পার্টনারশিপ গড়ে তুলছিলেন, সঞ্জু স্যামসনের কপালেও যেন ছিল চিন্তার ভাঁজ। পঞ্চম উইকেটে ৫২ বলে ৮৫ রান যোগ করলেন দুজনে। তবু শেষরক্ষা হল না। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৯৩/৪ স্কোর তাড়া করতে নেমে ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। চাপের মুখে শেষ ওভার মাত্র ৬ রান খরচ করলেন আবেশ খান। যিনি এদিন নেমেছিলেন নিজের পুরনো দলের বিরুদ্ধে। ২০ রানে ম্যাচ জিতে অভিযান শুরু করল রাজস্থান।</p>
<p><strong>দোলের ছুটি বাতিল?</strong></p>
<p>স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁকে কলকাতা নাইট রাইডার্সে (KKR) সুদিন ফেরানোর দায়িত্ব দিয়েছেন। বাদশাকে হতাশ করতে রাজি নন তিনি। কথা দিয়েছেন, সাফল্যের জন্য সর্বস্ব পণ করে দেবেন।</p>
<p>আর তাই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সানরাইজার্স হায়দরাবাদকে (KKR vs SRH) রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে উঠেও ঢিলেমি দিতে রাজি নন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দোলের ছুটি বাতিল করে দলের প্র্যাক্টিস আয়োজনের চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তিনি।</p>