Sports Highlights: know latest updates of teams players matches and other highlights 25th August

কলকাতা: মরশুমের প্রথম জয় পেল আরসিবি। লোকসভা ভোটের দিনক্ষণ নির্ধারিত হওয়ার পরেই আইপিএলের বাকি পর্বের সূচি ঘোষণা করা হল। এক নজরে খেলার সারাদিনের সব খবর।

খাতা খুলল আরসিবি

১৭৬ রানের পুঁজি নিয়ে লড়াইটা বল হাতে বেশ ভালই করেছিল পাঞ্জাব কিংস। কিন্তু শেষরক্ষা হল না। বিরাট কোহলির (Virat Kohli) ৭৭ রানের ইনিংসের পর দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরের ফিনিশিংয়ে জয় পেল চার বল বাকি থাকতে চার উইকেটে জয় পেল আরসিবি। ডিকে ১০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন, লোমরোরের সংগ্রহ আট বলে ১৭ রান। হরপ্রীত ব্রার চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে দুই উইকেট নেন। তবে তাঁর অসাধারণ বোলিংও দলকে জেতাতে পারল না। আরসিবির জয়ের সুবাদে চলতি আইপিএলে ঘরে নিজেদের প্রথম ম্যাচে সব দলেরই জয়ের ধারা অব্যাহত রইল।

আইপিএলের সূচি প্রকাশ

দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশিত হল আইপিএলের (IPL) বাকি সূচি। প্রত্যাশা মতোই আইপিএলের ফাইনাল হবে ২৬ মে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে আইপিএল ফাইনাল। ১২ বছর পর চেন্নাইয়ে হচ্ছে আইপিএলের ফাইনাল। এর আগে ২০১১ ও ২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। ২০১২ সালে চিপকেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

লোকসভা ভোটের নির্ঘণ্টের জন্য আইপিএলের বাকি সূচি প্রকাশ করা হয়নি আগে। প্রথম দফায় ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। জল্পনা চলছিল, তাহলে কি লোকসভা ভোটের জন্য দেশের বাইরে চলে যেতে পারে আইপিএলের বাকি পর্ব? যদিও এবিপি আনন্দ আগেই জানিয়েছিল যে, দেশের বাইরে যাচ্ছে না আইপিএল। সেই সঙ্গে ২৩ মার্চের সেই প্রতিবেদনে এ-ও লেখা হয়েছিল যে, দিন দুই-তিনেকের মধ্যে প্রকাশিত হবে টুর্নামেন্টের বাকি সূচি। সেই খবরেই সিলমোহর পড়ল সোমবার। আইপিএলের সম্প্রচারকারী সংস্থা প্রকাশ করল বাকি আইপিএলের পূর্ণাঙ্গ সূচি।

ফাইনাল আয়োজনের পাশাপাশি ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও আয়োজিত হবে চেন্নাইয়ে। আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ২১ মে প্রথম কোয়ালিফায়ার ও ২২ মে এলিমিনেটর ম্যাচ হবে আমদাবাদে। প্লে অফের সব ম্যাচই হবে রাতে। 

কেকেআরের দোল উৎসব

সোমবার রঙের উৎসব। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। দোলপূর্ণিমায় মাতোয়ারা বাংলাও। রাজ্যেরক প্রতি কোণায় পালিত হচ্ছে বসন্ত উৎসব।

আর শহরে থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির দোল পালন করবে না, তাই আবার হয় নাকি! জমিয়ে রং খেললেন নাইট ক্রিকেটারেরাও। অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) গালে আবির লাগিয়ে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মেন্টরের গালে পাল্টা রং বুলিয়ে দিলেন কেকেআরের ক্যাপ্টেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের নায়ক হর্ষিত রানাকে দেখা গেল স্মোক ক্যানিস্টার হাতে। সঙ্গে চেতন সাকারিয়া, সূয়স শর্মা, বৈভব অরোরা-সহ নাইট শিবিরের অন্যরা। দোল পূর্ণিমায় বাইপাসের ধারে টিমহোটেলে জমিয়ে উপভোগ করলেন কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।

শক্তি বাড়ল দিল্লির

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এ মরশুমের আইপিএলের (IPL 2024) প্রথম ম্যাচেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। ১৭৪ রানের পুঁজি নিয়ে মাঠে নেমে চার বল বাকি থাকতে, চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল পাঞ্জাব। ম্যাচের দিল্লির ফাস্ট বোলিং বিভাগকে বেশ দুর্বলই দেখিয়েছিল। তবে তাঁদের শক্তি বাড়িয়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তারকা ফাস্ট বোলার।

পাঞ্জাবের বিরুদ্ধে মিচেল মার্শ চার ওভারে ৫২, খলিল ৪৩ এবং ইশান্ত শর্মা দুই ওভার হাত ঘুরিয়ে ১৬ রান খরচ করেছিলেন। সুমিত কুমারের ১.২ ওভারে এসেছিল ১৯ রান। অর্থাৎ ফাস্ট বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। ২৮ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচের আগেই দিল্লি সমর্থকদের জন্য সুখবর। দেশে এসে পড়লেন গতির সওদাগর, দক্ষিণ আফ্রিকান তারকা ফাস্ট বোলার অনরিক নখিয়া (Anrich Nortje)। রাজধানীর ফ্র্যাঞ্চাওজির তরফে সোশ্যাল মিডিয়ায় তাঁর আগমনের একটি ভিডিও পোস্ট করা হয়। 

ক্যাপিটালসের পোস্ট করা ভিডিও অনুযায়ী সম্ভবত রবিবার, ২৪ মার্চ রাতের বেলাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নখিয়া। তিনি সম্ভবত সরাসরি ক্যাপিটালসের পরের ম্যাচের ভেন্যু জয়পুরে, পন্থদের টিম হোটেলে সরাসরি যোগ দিয়েছেন। যদিও দিল্লির তরফে তাঁর আগমন বাদে সরকারিভাবেই এই বিষয়ে কোনও আপডেট নেই। বৃহস্পতিবার দিল্লি-রাজস্থান ম্যাচ। এখনও বেশ খানিকটা সময় রয়েছে হাতে। তাই দলের সঙ্গে এই দুইদিন অনুশীলন সেরে বৃহস্পতিবার নখিয়াকে মাঠে নামতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

কীর্তি গড়ার হাতছানি ছেত্রীর

মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গাঁধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ খেলতে নামবে ভারত, তা সুনীল ছেত্রীর (Sunil Chhetri) কাছে ‘স্পেশ্যাল’। কারণ, এটি দেশের হয়ে তাঁর দেড়শোতম ম্যাচ। যে কৃতিত্ব আজ পর্যন্ত কোনও ভারতীয় ফুটবলার অর্জন করতে পারেননি। কিন্তু ভারতীয় অধিনায়ক চান না, এই ম্যাচে তাঁর দিকে প্রচারের যাবতীয় আলো থাকুক। কারণ, ম্যাচটা খেলবে পুরো ভারতীয় দল। তাঁর একার ম্যাচ নয়।

গত বৃহস্পতিবার বিশ্বকাপ (এশীয়) বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর মঙ্গলবার আফগানদের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে ভারত। দেশের হয়ে দেড়শোতম ম্যাচ খেলার জন্য সুনীলকে বিশেষ সংবর্ধনা জানাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই মাইলস্টোন ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে সুনীল বললেন, ‘আমি সন্মানিত। তবে এই ম্যাচটা আমার ম্যাচ নয়, এটা আমাদের দলের ম্যাচ, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সে ভাবেই আমাদের দেখতে হবে।’

বিরাট কৃতিত্ব

ব্যাট হাতে তাঁর রেকর্ডের কমতি নেই। তবে অনেকসময়ই ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) দাপটে ফিল্ডার হিসাবে তাঁর কৃতিত্ব চাপা পড়ে যায়। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (RCB vs PBKS) ব্যাটে নামার আগেই কৃতিত্ব গড়লেন কোহলি। বলা ভাল রেকর্ড গড়লেন ফিল্ডার বিরাট। সুরেশ রায়নাকে পিছনে ফেললেন আরসিবি তারকা।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং শিখর ধবন, উভয়েরই ক্যাচ ধরেন বিরাট কোহলি। এই দুই ক্যাচের সুবাদেই বিশ ওভারের ফর্ম্যাটে সর্বাধিক ক্যাচ ধরা ভারতীয় হয়ে গেলেন কোহলি। কুড়ি বিশের ফর্ম্যাটে কোহলি ১৭৪টি ক্যাচ ধরে ফেললেন। সুরেশ রায়নার সঙ্গে এতদিন যুগ্মভাবে শীর্ষে ছিলেন বিরাট। উভয় তারকার দখলেই ১৭২টি ক্যাচ ধরার কৃতিত্ব ছিল। তবে সেই রেকর্ডের একক মালিক হয়ে গেলেন ‘কিং কোহলি’।

আইপিএলে নতুন গোয়েন্দা!

সোমবার রঙের উৎসব (Holi 2024)। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। দোলপূর্ণিমায় মাতোয়ারা বাংলাও। রাজ্যের প্রতি কোণায় পালিত হচ্ছে বসন্ত উৎসব।

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও হোলি পালন করা হল। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে যেতে হয়েছে হার্দিক পাণ্ড্যদের। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই পরাজয় হজম করতে হয়েছে হার্দিককে। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী, রোহিত ও হার্দিকের সম্পর্ক নিয়েও অনেক জল্পনা ছড়িয়েছিল। তবে রঙের উৎসবে সামিল হলেন রোহিত। জমিয়ে খেললেন হোলি।

মেয়ে সামাইরার সঙ্গে রোহিতকে দেখা গেল উৎসবের মেজাজে। হাতে পিচকিরি বন্দুক। সামাইরার সঙ্গে রঙ খেললেন রোহিত। সঙ্গী মেয়ে সামাইরা, তাঁর পা টিপে টিপে রং ভরা বন্দুক হাতে নিয়ে চুপিসারে এগনোর ছবি পোস্ট করলেন রোহিত। সঙ্গে লেখেন, ‘একটু রং, একটু মজা’। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই লেখেন, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে কি এবার গোয়েন্দার ভূমিকায় দেখা যাচ্ছে হিটম্যানকে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ধোনি-দর্শন থেকে বঞ্চিত বাংলা, ইডেনে খেলতে আসছেন না কিংবদন্তি