Bangla Jokes Collection: আজ কাজের চাপ আছে? তার মধ্যেও কিন্তু হাসতে হবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১। স্ত্রী তার স্বামীর ফোন চেক করে এবং কয়েকটি সন্দেহজনক নাম খুঁজে পেল।

– আমার জীবন

– আমার পাগলী

– আমার স্বপ্নের রানি

সে রেগে গেল এবং প্রথম নাম্বারটিতে ফোন করল। দেখল এটা তার শাশুড়ি। তারপর সে দ্বিতীয় নাম্বারটি কল করল। স্বামীর ছোট বোন জবাব দিল। যখন সে তৃতীয় নামটিতে কল করে দেখল তার নিজের ফোনটিতে রিং হচ্ছে তখন!

সে তার নির্দোষ স্বামীকে সন্দেহ করে আসছে বলে খুব মন কষ্ট পেলেন। চোখ গড়িয়ে জল পড়া পর্যন্ত থামলেন না, প্রিয় স্বামীর স্বপ্নের রানি, ড্রিম গার্ল। তারপর সিদ্ধান্ত নিল, বেচারা স্বামীর প্রতি এমন আচরণের হিসেবে তিনি তার এ মাসের বেতনের পুরো টাকাটা স্বামীর হাতে তুলে দেবে।

স্বামী টাকাটা গ্রহণ নিল এবং তার গার্লফ্রেন্ডকে একটি দামি উপহারও কিনে দিল, যার নাম ফোনে সেভ করা ছিল– ‘গদাই ভাই রাজমিস্ত্রি’ নামে।

(আরও পড়ুন: কাজের শুরুতে হাসি মাস্ট! মন ভালো থাকলেই দিনটি কাটবে দারুণ, পড়ে নিন সেরা ৫ জোকস)

২। মা:  তোমার বাবার পদাঙ্ক অনুসরণ করা উচিত।

ছেলে: বাবা এমন কী উল্লেখযোগ্য কাজ করেছেন?

মা: কেন, ভদ্র ব্যাবহার করার জন্য জেল কর্তৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল।

(আরও পড়ুন: কাজ শেষ? এবার তাহলে মন খুলে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, রাতটা হোক আনন্দের)

৩। জাহাজে করে বেড়াতে যাচ্ছিলেন বিল্টু। এমন সময় ভীষণ ঝড় উঠল। ঝড় শেষে বিল্টু নিজেকে আবিষ্কার করলেন একটা নির্জন দ্বীপে। দিন যায়, মাস যায়… একা দ্বীপে হাঁপিয়ে ওঠেন বিল্টু। খেয়ে না খেয়ে তাঁর কাহিল দশা। হঠাৎ একদিন দূরে একটা জাহাজ দেখতে পেলেন। চিৎকার করে নিজের অবস্থান জানান দিলেন বিল্টু। জাহাজের ক্যাপ্টেন বিল্টুকে দেখতে পেলেন।

কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটা নৌকা জাহাজ থেকে দ্বীপের দিকে রওনা হল। দ্বীপের কাছাকাছি এসে নৌকার মাঝি বিল্টুর দিকে একগাদা পত্রিকা ছুড়ে দিয়ে বললেন, ‘আমাদের ক্যাপ্টেন তোমার জন্য গত এক সপ্তাহের এই পত্রিকাগুলো পাঠিয়েছেন। এগুলো পড়ে তুমি আগে সিদ্ধান্ত নাও, তুমি ফিরে যেতে চাও কি না!’

(আরও পড়ুন: সকাল সকাল হাসলে মন ভালো হয়, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে)

৪। বেতনের দিন। চেক পেয়ে কর্মচারী চিৎকার দিয়ে উঠল।

: আমাকে কম টাকা দেওয়া হল কেন?

: গত মাসে ভুলে তোমাকে বেশি টাকা দিয়েছিলাম। তখন তো কিছু বলোনি।

: একটা ভুল না হয় হয়ে গিয়েছে, কিন্তু পরপর দু’টি ভুল তো আর হতে দিতে পারি না।

(আরও পড়ুন: রবিবার দুপুর দুপুর পড়ে নিন মনভালো করা ৫ জোকস, ছুটির মজা দ্বিগুণ বেড়ে যাবে)

৫। এক ফাস্ট বোলারের দুর্দান্ত বলে আহত হলেন বিপক্ষ দলের বেশ কয়েক জন ব্যাটসম্যান। খেলা শেষে বিপক্ষ দলের এক ব্যাটসম্যান ক্রিজে এসে মনোযোগ দিয়ে কিছু দেখছিলেন।

কোচ: বাহ্! তুমি নিশ্চয়ই পরেরম্যাচের পরিকল্পনা করছো?

ব্যাটসম্যান: না। আমি আসলে আমার দাঁতটা খুঁজছিলাম!