Fake identity: CM-র উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার ছক, গ্রেফতার প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে

সরকারি পদস্থ আধকারিকের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ নতুন কিছু নয়। এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল খাস কলকাতায়। এই ঘটনায় সুমিত সাহা নামে এক যুবককে গ্রেফতার করেছে লালবাজার। ধৃত যুবক আবার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ছেলে। সোশ্যাল মিডিয়ায় নিজের ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার ছক কষেছিল ওই যুবক। 

আরও পড়ুনঃ পুলিশ কর্তাদের ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মিলল উত্তরপ্রদেশ-বিহার যোগ

সম্প্রতি লালবাজারের সাইবার ক্রাইম পুলিশ একটি অভিযোগ পায়। তাতে গোয়েন্দারা জানতে পারেন এক যুবক সোশ্যাল মাধ্যমে নিজেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে। আবার এখানেই না থেমে দেশের রাষ্ট্রপতি তাকে বিভিন্ন সময়ে শুভেচ্ছা পাঠিয়েছেন বলে দাবি করেছে ওই যুবক। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই যুবক সোশ্যাল মাধ্যমে অনেকের সঙ্গে যোগাযোগ করে নিজের ক্ষমতাবলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরজন্য সে ভুয়ো চিঠিও তৈরি করেছিল। এমনকী অনেকের কাছে এরজন্য মোটা টাকাও দাবি করেছিল। 

এবিষয়ে অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। তদন্তে আধিকারিকরা জানতে পারেন, ওই যুবক হাওড়ার বাসিন্দা। তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক। পুরুলিয়ার একটি নামী কেন্দ্রীয় স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর কলেজ পাশ করে ওই যুবক। তবে কলেজ শেষ করার পর ওই যুবকের সরকারি চাকরি বা ব্যবসার দিকে খুব বেশি ঝোঁক ছিল না বলে  জানিয়েছেন যুবকের পরিবারের সদস্যরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রতারণার উদ্দেশ্যে সোশ্যাল মাধ্যমে নিজের ভুয়ো পরিচয় দিয়েছিল ওই যুবক। শনিবার পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। 

এদিকে, যুবকের এমন কীর্তিতে হতবাক তার পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, সুমিত যে এরকমভাবে সোশ্যাল মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছিল তা তারা জানতেন না। ছেলের কীর্তিতে কার্যত লজ্জিত অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাবা। পাশাপাশি যুবকের কীর্তিতে অবাক হয়েছেন প্রতিবেশীরাও। এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, প্রতারণা করে টাকা হাতানোর উদ্দেশ্যেই সোশ্যাল মাধ্যমে নিজের ভুয়ো পরিচয় দিয়েছিল সুমিত। ওই যুবক কোনও ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।