Holi Viral Video: চলন্ত বাইকে হোলির ‘হট্টগোল’, রং মেখে দুই মেয়ের ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল! ৩৩,০০০ টাকা জরিমানা

‘অঙ্গ লাগা দে’ ব্যাকগ্রাউন্ডে বাজছে এই গান। গোলিওঁ কি রাসলীলা রাম লীলা’ ছবির এই গানে গানে নিজেদেরই দীপিকা রণবীর ভেবে বসলেন দুই মেয়ে। সারা শরীরে রং লাগিয়ে সে কি হোলি স্পেশ্যাল রাসলীলা তাঁদের। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না।

হোলিতেও নিস্তার নেই। দিল্লি মেট্রোর মধ্যে মেয়েদের একে অপরের গায়ে হোলির রং মাখানোর একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার ঠিক দু’দিন পরে, হোলির দিন একটি টু-হুইলারে দুই মেয়ের অনুরূপ ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। রিল বানাতে গিয়ে যে কি না কি করে বসছেন অনেকেই। এর দরুণ যে সমাজের ক্ষতি হচ্ছে, সে দিকে খেয়াল নেই। তাঁরা শুধু নিজেদের জীবনকেই বিপদে ফেলছেন না, যানবাহন ও আশপাশের লোকজনকেও বিপদে ফেলছেন।

  • ভাইরাল ভিডিয়োটি এখানে

ভাইরাল ভিডিয়োটি উত্তরপ্রদেশের নয়ডা থেকে বলে জানা গিয়েছে। ১ মিনিটের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একজন যুবক একটি স্কুটার চালাচ্ছেন, আর দুই মেয়েকে তাঁর পিছনের সিটে বসে রিলটি তৈরি করছেন। বাইকটি যত দূর এগিয়ে যাচ্ছে দুই মেয়েরও রং খেলাও ক্রমশ অন্যরকম হচ্ছে। ভিডিয়োটি দেখা মাত্রই নয়ডা ট্রাফিক পুলিশ ৩৩ হাজার টাকার চালান জারি করেছে বলে খবর।

  • আরও একটি ভাইরাল ভিডিয়ো

এখানেই শেষ নয় এমনই আরও একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে ১৩ সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে যে একজন যুবক একটি স্কুটার চালাচ্ছেন, একটি মেয়েকে তাঁর পিছনের সিটে দাঁড়িয়ে রিল তৈরি করছেন, ওই যুবককে রং মাখাচ্ছেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ মেয়েটি স্কুটার থেকে নিচে পড়ে যায় এবং রাস্তায় মাঝখানেই বসে পড়ে।

নয়ডা পুলিশ কমিশনারেটের মুখপাত্র বলেছেন যে নম্বরটি দেখে গাড়িটির চালান করার জন্য প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাকি তদন্ত চলছে। পুলিশের সর্বাত্মক চেষ্টার পরও মানুষ যানবাহন নিয়ে স্টান্ট করা বন্ধ করছে না। এক্স-এ পোস্ট করে নয়ডা পুলিশ জানিয়েছে, ‘উপরের অভিযোগটি বিবেচনা করে, নিয়ম অনুযায়ী ই-চালান (জরিমানা ৩৩০০০ টাকা) জারি করে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই মেয়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নয়ডা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও কেউ কেউ আবার প্রকাশ করেছেন যে জরিমানা আরোপ করা হয়েছে ‘অতি বেশি’।

  • দিল্লি মেট্রোর ভিডিয়ো

অন্যদিকে দিল্লি মেট্রোর ওই ভিডিয়ো আদৌ মেট্রোর ভিতরে শুট করা হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে DMRC। তাদের দাবি, এটা যতদূর সম্ভব ডিপফেক। কারণমেট্রোতে এই ধরনের রিল তৈরির পক্ষে একেবারেই নেই কর্তৃপক্ষ।