IPL 2024: ডেথ ওভারে ধারাবাহিক ব্যাটে ঝড় তুলছেন, এবার অনন্য রেকর্ডের মালিক হলেন কার্তিক

<p style="text-align: justify;"><strong>বেঙ্গালুরু:</strong> ফিনিশার হিসেবে আরসিবি জার্সিতে নিজেকে একেবারে অটোমেটিক চয়েস করে তুলেছেন তিনি গত কয়েক বছরে। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে ১০ বলে ২৮ রানের ঝোড়ো একটি ইনিংস। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন। আর গতকালের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন দীনেশ কার্তিক। ডেথ ওভারে ব্যাটিং করা প্লেয়ারদের মধ্যে তাঁরই সর্বোচ্চ স্ট্রাইক রেট এই মুহূর্তে। এমনকী ২০২২ সাল থেকে ডেথ ওভারে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহকও কার্তিক।</p>
<p style="text-align: justify;">গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় ২৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন কার্তিক। ১৭-২০ ওভারের মধ্যে মোট ৩৭২ রান করেছেন দীনেশ কার্তিক। ২০৩.২৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কার্তিক। অন্য়দিকে রানের তালিকায় এই ক্ষেত্রে শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ার। তিনি ১৭-২০ ওভারের মধ্যে ১৯৭-র ওপর স্ট্রাইক রেট রেখে মোট ৩৯৩ রান করেছেন।</p>