IPL 2024: তীরে এসে কেন তরী ডুবল? বিরাটদের বিরুদ্ধে হারের পর কী বললেন পাঞ্জাব অধিনায়ক?

<p style="text-align: justify;"><strong>বেঙ্গালুরু:</strong> শেষ ওভারেও যখন ম্য়াচ গড়িয়েছিল। অনেকেই মনে করেছিলেন চাপ হয়ত আরসিবির ওপরই বেশি। যদিও তখন ক্রিজে সেট হয়ে যাওয়া দীনেশ কার্তিক আছেন। যিনি নিদাহাস ট্রফি জয়ের নায়ক। গত কয়েক বছরে আরসিবি (RCB) শিবিরে ফিনিশারের দায়িত্বটা দারুণভাবে সামলে যাচ্ছেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার। গতকালও তিনিই ম্য়াচ জিতিয়ে দিলেন। ১৭৭ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ম্য়াচ জিতল আরসিবি। তবে এই ম্য়াচ পাঞ্জাব কিংস (Punjab Kings) যে নিজেদের ভুলের জন্য হেরেছে, তা মনে করেন দলের অধিনায়ক শিখর ধবন। একে তো বিরাট কোহলির মত ক্রিকেটারের ক্যাচ ফেলার মাসুল দিতে হয়েছে। অন্যদিকে বোর্ডে কিছু রান কম তুলতে পেরেছে তাঁর দল, এমনটাই মনে করেন ধবন।</p>
<p style="text-align: justify;">গতকাল ম্য়াচের পর পাঞ্জাব অধিনায়ক বলেন, ”এটা দারুণ একটা ম্য়াচ হল। আমরা লড়াই করেছিলাম। কিন্তু তার পরও আমরা হেরে গেলাম। আমার মনে হয় ১০-১৫ রান কম বোর্ডে তুলেছিলাম আমরা। প্রথম ৬ ওভারে আমি কিছুটা স্লো খেলেছিলাম। আমার মনে হয় ওটা আমাদের বিপক্ষে গিয়েছে। আর তাছাড়া ক্যাচ মিস করাটাও ফারাক গড়ে দিয়েছে ম্য়াচের। আমি আমার রান নিয়ে খুশি। কিন্তু আর একটু দ্রুত রান করতে পারলে দলের জন্য আরও ভাল হত। তাছাড়া আমরা ধারাবাহিকভাবে উইকেটও হারিয়ে গিয়েছি। ফলে পাল্টা চাপ চলে এসেছিল আমাদের ওপর।”</p>
<p style="text-align: justify;">আরসিবির ইনিংসের সময় দ্বিতীয় ওভারে জনি বেয়ারস্টো বিরাট কোহলির ক্য়াচ মিস করেন। পরে বিরাট ৪৯ বলে ৭৭ রানের জয়সূচক ইনিংস খেলেন। যা সাজানো ছিল ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কায়। ধবন বলেন, ”বিরাট ৭০ এর বেশি রান করেছে একাই। আর আমরা ওর ক্যাচই শুরুতে ফেলেছি। একজন বিশ্বমানের প্লেয়ারের ক্য়াচ ফেলার মাসুল দিতে হয়েছে আমাদের। যদি তখন ক্যাচ ধরা যেত, তাহলে কিন্তু ম্য়াচের রাশ আমাদের দিকেই থাকতে পারত। কিন্তু শুরুতেই ক্য়াচ মিস করাটা ম্য়াচ পুরোপুরি আমাদের হাতের বাইরে চলে গিয়েছে এরপর।”</p>
<p style="text-align: justify;">ম্য়াচে পাঞ্জাবের বোলিংও কিন্তু খুব একটা ভাল হয়নি। অর্শদীপ সিংহ ও হর্ষল পটেল জুটি মোট ৮৫ রান খরচ করেছেন। এছাড়া রাহুল চাহার একটি ওভারে ১৬ রান খরচ করেন। তবে ভাল পারফর্ম করেছেন হরপ্রীত ব্রার।&nbsp;&nbsp;</p>