Lalbazar: EC-র নির্দেশ অমান্য করে লালবাজারের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমে ৪ অস্থায়ী কর্মী

নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে ভোট সংক্রান্ত কোনও কাজ চুক্তিভিত্তিক কর্মী, ঠিক কর্মী বা অস্থায়ী কর্মীদের দিয়ে করানো যাবে না। তা সত্ত্বেও লালবাজারের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমে ৪ জন অস্থায়ী কর্মী রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই নিয়ে বিতর্কে জড়িয়েছে লালবাজার। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ অগ্রাহ্য করা হচ্ছে বলে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে কালো টাকা রুখতে উদ্যোগ, অ্যাপের মাধ্যমে নজরদারি কমিশনের

সাধারণত ভোটের সময় সাম্প্রদায়িক স্পর্শকাতর পোস্ট, ফেক নিউজ বা আপত্তিকর মিম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেক্ষেত্রে পরিবেশ অশান্ত হওয়ার আশঙ্কা থাকে। তার ওপর ভোটের মরসুম থাকায় এইসমস্ত বিষয়গুলি আরও স্পর্সকাতর হয়ে উঠতে পারে। সেই কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর জন্য কলকাতা পুলিশের তরফে এই বিশেষ টিম গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের সাইবার বিভাগের ডিসি অভিষেক মোদী। এছাড়াও এই টিমে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সার্জেন্ট এবং এসআই। পাশাপাশি রয়েছেন চুক্তিভিত্তিক ৪ জন অস্থায়ী কর্মী। এই অস্থায়ী কর্মী রাখা নিয়েই বিতর্কে জড়িয়েছে লালবাজার। 

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্বাচনের কমিশনের নির্দেশ অনুযায়ী, এই সমস্ত ভোটের কাজ চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে করানো যায় না। নির্বাচন কমিশনের নির্দেশিকায় তা স্পষ্টভাবে বলা আছে। ঠিক যেমন সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোটের কাজ করানো যাবে। সেই ভাবে অন্যান্য অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটের কাজ কাজ করানো যাবে না। ফলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ মনে হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের সাইবার বিভাগের এই টিম ২৪ ঘণ্টা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের উপর নজরদারি চালাচ্ছে। সে ক্ষেত্রে ভুয়ো পোস্ট বা সাম্প্রদায়িক স্পর্শকাতর পোস্ট বা আপত্তিকর মিম থাকলে ব্যবস্থা গ্রহণ করবে এই টিম। পোস্ট মুছে ফেলার পাশাপাশি প্রয়োজনে পোস্ট করা ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করবে এই টিম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টুইটার এবং হোয়াটসঅ্যাপের বিভিন্ন পোস্টে নজরদারি চালানোর জন্য এই মনিটারিং টিম তৈরি করা হয়েছে। 

সাধারণত সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ফেক পোস্ট করা দাগীদের প্রোফাইলে নজর রাখছে এই মনিটারিং টিম। ভোটের মুখে কলকাতা পুলিশের সব থানা এবং ইউনিটকে এই টিমকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছে লালবাজার।