Road accident: রঙের উৎসবে পথ দুর্ঘটনায় মৃত্যু শিশুর, গাড়িতে ধরানো হল আগুন, লাঠিচার্জ পুলিশের

দোলের দিন পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল জলপাইগুড়ি। ঘাতক গাড়িতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠি চার্জ করে পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধীন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার আমবাড়ি ফালাকাটায়। এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। 

আরও পড়ুনঃ মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী সাবিনা

কী ঘটেছিল?

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চারেকের ওই শিশু অভিভাবকদের সঙ্গে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা সংলগ্ন ৯ নং কলোনিতে বসন্ত উৎসব দেখতে যাচ্ছিল। সেই সময় ঘটে দুর্ঘটনা। সেই পথে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান এসে শিশুকে ধাক্কা মারে। এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এদিকে, এই দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  ঘটনার পরেই উত্তেজিত জনতা ঘাতক পিক আপ ভ্যানটির পিছু ধাওয়া করে। প্রায় দু কিলোমিটার পিছু ধাওয়া করে অবশেষে ঘাতক পিকআপ ভ্যানিটিকে আটক করে উত্তেজিত জনতা। এরপরেই ওই পিক আপ ভ্যানে অগ্নিসংযোগ করে। 

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। তাতেও উত্তেজনা কমেনি। উলটে পুলিশের ওপর চড়াও হয় ক্ষুব্ধ জনতা। আমবাড়ি ফালাকাটা ফাঁড়ির পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকে। ক্রমেই তারা পুলিশের ওপর চড়াও হলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।  পরিস্থিতি সামাল দিতে আরও বেশি সংখ্যায় পুলিশ এসে সেখানে পৌঁছয়। তার পরেই পরিস্থিতি শান্ত করতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ শুরু করা হয় বলে অভিযোগ।

পরে ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি পিক আপ ভ্যানের চালককে বেধড়ক মারধর করেন উত্তেজিত জনতা। তারফলে গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। ঘটনায় পুলিশ গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা।