Ruby to Beleghata Metro CRS inspection: নয়া লাইন জুড়বে শীঘ্রই? সবথেকে বড় পরীক্ষার মুখে কলকাতা মেট্রো! কবে চালু হবে?

আরও বড় হতে চলেছে কলকাতা মেট্রোর ‘নেটওয়ার্ক’। অর্থাৎ বর্তমানে যত কিলোমিটার অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু আছে, সেটা আরও বাড়তে চলেছে। তবে এখনই পরিষেবা শুরু হচ্ছে না। বাণিজ্যিক পরিষেবা শুরু করার ক্ষেত্রে সবথেকে যেটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই হতে চলেছে চলতি সপ্তাহে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ পরিদর্শনে আসতে চলেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিসিআরএস)। অর্থাৎ আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যে চালু আছে, সেটাকে বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিদর্শন হতে চলেছে।

আগামী বৃহস্পতিবার (২৮ মার্চ) এবং শুক্রবার (২৯ মার্চ) পরিদর্শনে আসবেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। আর সেজন্য ওই দু’দিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা বন্ধ থাকবে। আর এমনিতেই শনিবার এবং রবিবার ওই ৫.৪ কিলোমিটার লাইনে পরিষেবা মেলে না। তার ফলে টানা চারদিন নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে চারদিন মেট্রো চলবে না।

বিষয়টি নিয়ে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি ইনস্পেকশন আছে। আমাদের মেট্রো রেলের নতুন একটি লাইন হচ্ছে। বৃহস্পতিবার এবং শুক্রবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির ইনস্পেকশন আছে। সেজন্য আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সম্পূর্ণরূপে পরিষেবা বন্ধ থাকবে।’

আরও পড়ুন: Noapara-Dum Dum Cantonment Metro Trial: প্রথম ট্রায়াল রান হল নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট লাইনে, ছুটল ৭৩ কিমিতে- ভিডিয়ো

রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত কতগুলি মেট্রো স্টেশন আছে?

হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচ (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। তারপর বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন পড়বে। যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।

আরও পড়ুন: Bus Routes Changing for East-West Metro: মেট্রো চালু হতেই ৫০% কমেছে আয়, রুট পরিবর্তনের পথে ৩ বাস, কী হতে পারে নয়া পথ?

কবে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হবে?

আপাতত মেট্রো কর্তৃপক্ষের তরফে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে লোকসভা ভোটের মধ্যে কোনওভাবেই পরিষেবা চালু করা যাবে না। আদর্শ আচরণবিধির মেয়াদ শেষ হওয়ার পরে ওই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করা যেতে পারে। অর্থাৎ খুব তাড়াতাড়ি হলেও লোকসভা ভোটপর্ব মিটে গেলে নয়া সরকার শপথ নেওয়ার পরে জুনের মাঝামাঝি সময়ের আগে রুবি-বেলেঘাটা মেট্রোর উদ্বোধনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Kolkata metro integrated fare chart: হাওড়া ও রুবি থেকে কোন মেট্রো স্টেশনে যেতে কত ভাড়া পড়বে? জেনে যাবেন এক ঝলকেই