Summer Project in WB School: সামার প্রজেক্ট নিয়ে বিরাট গাইডলাইন স্কুলে, গরমের ছুটিতেও আর ফাঁকিবাজি নয়!

সামার প্রজেক্ট। এতদিন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এই সব সামার প্রজেক্টের ব্যাপার ছিল। আর সরকারি স্কুলের পড়ুয়ারা গরমের ছুটিতে নির্ভেজাল আনন্দ উপভোগ করত। তবে এখন আর সেটা হওয়ার নয়। এবার সামার প্রজেক্ট নিয়ে কোনও ফাঁকিবাজি বরদাস্ত করবে না স্কুল শিক্ষা দফতর। এনিয়ে স্কুলগুলিতে নির্দিষ্ট গাইডলাইন পাঠানো হচ্ছে। সেই অনুসারে কাজ করতে হবে। কী আছে সেই গাইডলাইনে? 

যেমন তেমন করে এই সামার প্রজেক্ট শেষ করলে আর হবে না। রীতিমতো সময় ধরে সেই প্রজেক্ট শেষ করতে হবে। তারপর তার উপর মূল্যায়ন করতে হবে। সেই মতো গাইডলাইন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। 

সূত্রের খবর, ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে। তার আগে ছাত্রছাত্রীদেরকে স্কুলের তরফ থেকে এই সামার প্রজেক্ট দেওয়া হবে। এরপর যখন ছুটির পরে স্কুল খুলবে তখন জেলা শিক্ষা আধিকারিক সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্য়ের কাছে পাঠাবেন। আর জুলাই মাসে সেরা সামার প্রজেক্ট বাছাই করা হবে। এরপর সেটা রাজ্য়ের কাছে পাঠানো হবে। 

এদিকে এবার সামার প্রজেক্ট নিয়ে আগাম প্রস্তুতির কথা বলা হয়েছে। অর্থাৎ ২৭ মার্চের মধ্য়ে রাজ্য়ের সমস্ত জেলাকে এই সামার প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে কর্মশালা করে ফেলতে হবে। সেখানে শিক্ষক ও এসআইরা থাকবেন। প্রধানশিক্ষক সংশ্লিষ্ট স্কুলের এই সামার প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে নজর রাখবেন। 

এদিকে ৩০ মার্চের মধ্য়ে সংশ্লিষ্ট জেলার ডিআইরা স্কুল শিক্ষকদের নিয়ে এই সামার প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে আলোচনায় বসবেন। এমনকী জেলা প্রশাসনও এনিয়ে নজর রাখবে। 

আসলে শিক্ষকদের একাংশের মতে, শুধু পুঁথিগত শিক্ষা নয়। ছাত্রছাত্রীরা যাতে তাদের আগ্রহের বিষয়ের উপর প্রজেক্ট করতে পারে তার উপরেও জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে একদিকে যেমন প্রকৃতি পর্যবেক্ষণ সংক্রান্ত ব্যাপার থাকবে। তেমনি নির্দিষ্ট জায়গায় যেমন গ্রন্থাগারে গিয়ে সেখানে কীভাবে কাজ হয় তার উপর প্রজেক্ট করা যেতে পারে। অথবা ব্যাঙ্কে বা হাসপাতালে গিয়ে সেখানে কী ধরনের কাজকর্ম হয় তা দেখে প্রজেক্টে তাদের অভিজ্ঞতার কথা লিখতে হবে। মূল বিষয় হল পড়ার বাইরেও, বইয়ের জগতের বাইরেও বাস্তবের যে বৃহত্তর জগত রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য় এই উদ্যোগ। তবে একেবারে গুরুত্ব দিয়ে এই প্রজেক্ট যাতে করা হয় তার উপর এবার বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে।