Swami Smarananda passed away: বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ প্রয়াত, ৯৫ বছর বয়সে জীবনাবসান

প্রয়াত স্বামী স্মরণানন্দজী মহারাজ। বেলুড় মঠের অধ্য়ক্ষ স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোকের ছায়া ভক্তদের মধ্য়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে কার্যত একটা যুগের অবসান হল এবার। 

স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পরে ২০১৭ সালের ১৭ জুলাই তিনি মঠের প্রেসিডেন্ট মহারাজের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর বহুমুখী কর্মকাণ্ড তাঁকে ভক্তদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কলকাতায় এসে তাঁকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে।মুখ্য়মন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্য়ায়ও তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।সকলের প্রিয় মঠের অধ্য়ক্ষ স্বামী স্মরণানন্দের জীবনাবসান হল। 

রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্য়ক্ষ ছিলেন তিনি। প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী তাঁর শরীরের ব্যাপারে খোঁজ নিতেন। হাসপাতালে গিয়ে পায়ে হাত দিয়ে এবার প্রণামও করেছিলেন প্রধানমন্ত্রী। কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন তিনি। নানা বিভাগের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছিলেন। তবে বার্ধক্যজনিত কিছু সমস্য়া ছিল তাঁর। এদিন রাত রাত ৮টা ১৪ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন। রামকৃষ্ণলোকে চলে গেলেন মহারাজ। বহু মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। 

জানা গিয়েছে বুধবার বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য হবে। সন্ন্যাসী মহারাজের প্রয়াণে ভক্তদের অনেকেই নানা কথা স্মৃতিচারণা করছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মরণানন্দজীর দ্রুত আরোগ্য কামনায় করেছিলেন। লিখেছিলেন আমি স্বামী স্মরণানন্দজী মহারাজের দ্রুত আরোগ্য় কামনা করছি। কলকাতায় এসে ছুটে গিয়েছিলেন মহারাজের কাছে। কিন্তু রাত ৮টা ১৪ মিনিটে চলে গেলেন প্রেডিডেন্ট মহারাজ।