Hiran Chatterjee: সরকারি অফিসে ঢুকে বিডিওকে হুমকি, ফের বিতর্কে বিজেপি প্রার্থী হিরণ

কিছুদিন আগেই পুলিশের বিরুদ্ধে লাঠি-ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালেন জড়ালেন হিরণ। এবার অফিসে ঢুকে বিডিওকে দেখে নেওয়ার হুমকি দিলেন হিরণ। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। এর তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। 

আরও পড়ুনঃ ‘খুন’ BJP কর্মী, লাঠি-ঝাঁটা নিয়ে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নিদান হিরণের

অভিযোগ, বিডিও অফিসে ঢুকে হুমকি দেওয়ার পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছেন হিরণ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে, লোকসভা ভোটের প্রচারের জন্য মঙ্গলবার সকালে ডেবরা গিয়েছিলেন হিরণ। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছে অভাব অভিযোগ শোনেন। বেশ কিছুক্ষণ সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। এরপর সন্ধ্যাবেলায় তিনি সোজা বিডিও অফিসে চলে যান। অভিযোগ, এরপরেই তিনি বিডিওর সঙ্গে হুমকির সুরে কথা বলেন। 

এদিন বিডিও অফিসে গিয়ে হিরণ হুমকির সুরে কথা বলার পাশাপাশি সাধারণ মানুষকে আগামী দু’মাস লাঠি ঝাঁটা নিয়ে গ্রাম পাহাড়া দেওয়ার নিদান দিয়েছেন। তিনি আরও বলেছেন, গ্রামে কোনও পুলিশ প্রশাসনের লোকজনকে যেন ঢুকতে  না দেওয়া হয়। আগামী দু’মাস সবকিছু আটকে রাখতে হবে। তারপর  ভোটে জিতলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হিরণের দাবি, বিডিও, এসডিওর পরামর্শে এলাকায় বিভিন্ন ধরনের অবৈধ কাজ হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একইসঙ্গে, তিনি তৃণমূল প্রার্থী দেবকেও আক্রমণ করে বলেন,  বিডিও, এসডিও-রা অবৈধ কাজ করে দেবকে ৩০ শতাংশ কাটমানি দিচ্ছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই এক বিজেপি প্রার্থীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছলেন হিরণ। তখনও তিনি একইভাবে পুলিশকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নিদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দলদাস পুলিশকে আটকাতে গেলে মা-বোনেরা লাঠি ঝাঁটা হাতে নিয়ে রুখে দাঁড়ান।’ একইসঙ্গে পূর্ব মেদিনীপুরের বড় বড় তৃণমূল নেতাদের সিবিআই দিয়ে গ্রেফতার করানোর হুঁশিয়ারি দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেখান থেকে তিনি দেবকেও আক্রমণ করেছিলেন। তিনি অভিযোগ তুলেছিলেন, দেবের নির্দেশেই খুন করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। আর এবার বিডিওকে পরোক্ষে হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন হিরণ চট্টোপাধ্যায়।