IPL 2024 CSK vs GT Fun Moment at Toss Shubman Gill Got Confused Chennai Super Kings vs Gujarat Titans Watch Video

চেন্নাই: আইপিএলে গতকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গুজরাত শিবিরের অধিনায়ক শুভমন গিল (Subhman Gill)। হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) মুম্বই শিবিরে ফিরে যাওয়ার পর তরুণ ভারতীয় ওপেনারই গুজরাত (Gujrat Titans) শিবিরের দায়িত্বভার পেয়েছেন। অধিনায়ক হিসেবে অভিষেক আইপিএলে ম্য়াচে জয়ও ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্য়াচেই এসে টসের সময় থতমত খেয়ে গেলেন গিল। টস জেতার পর ব্যাটিং নেবেন নাকি ফিল্ডিং নেবেন, তাই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন ডানহাতি ব্যাটার। 

গতকাল ম্য়াচের আগে টসের সময় চেন্নাই অধিনায়ক রুতুরাজের সঙ্গে এসে দাঁড়িয়েছিলেন গিল। সেখানে টসের কয়েন ওঠান রুতুরাজ। গিল হেড-র পক্ষে যান। হেডই পড়েছিল। কিন্তু এরপরই একবার তিনি বলেন যে ব্যাটিং নেবেন, পরক্ষণেই বলে ওঠেন ফিল্ডিং নেবেন। উপস্থাপক সঞ্জয় মঞ্জরেকর থেকে শুরু করে ম্য়াচ রেফারি ও রুতুরাজও হেসে ওঠেন গিলের এই অবস্থা দেখে। গিল নিজেও হেসে ওঠেন।

 


এদিকে স্লো ওভার রেটের জন্য জরিমানা হয় শুভমন গিলের। গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ২০৬ রান বোর্ডে তুলেছিল চেন্নাই সুপার কিংস। শিবম দুবে ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। রাচিন রবীন্দ্র ২০ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। তিনি ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। রুতুরাজ গায়কোয়াড ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ড্য়ারেল মিচেল ২৪ রান করেন লোয়ার অর্ডারে। 

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান বোর্ডে তুলতে পারে গুজরাত টাইটান্স। দীপক চাহার, মুস্তাফিজুর রহমন ও তুষার দেশপাণ্ডে প্রত্যেকে দুটো করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন পাথিরানা ও মিচেল। গুজরাতের হয়ে ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। ১৭ বলে ২১ রান করে ঋদ্ধিমান সাহা। ডেভিড মিলার ১৬ বলে ২১ রানের ইনিংস খেলেন। 

আরও পড়ুন: হায়দরাবাদ পৌঁছেই দলের সতীর্থদের বিরিয়ানি খাওয়ালেন তিলক

আরও দেখুন