Primary TET Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি – সিবিআইয়ের তৎপরতার মধ্যেই জামিন পেয়ে গেলেন অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতার PLMA আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার পর জামিন পেলেন তিনি। ইডি মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে বেরনো হচ্ছে না তাপসবাবুর। কারণ CBIএর মামলায় এখনো জামিন পাননি তিনি।

আরও পড়ুন: CM-র উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার ছক, গ্রেফতার প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে

বেশ কয়েকবার জেরার পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাপস মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই থেকে জেলে রয়েছেন তিনি। মাঝে তাঁকে গ্রেফতার করে ইডি। সেই মামলায় বুধবার জামিন পেলেন তিনি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাপসবাবুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাপসবাবু ছিলেন DlEd প্রতিষ্ঠানগুলির সংগঠনের সভাপতি। অভিযোগ, DlEd শিক্ষার্থীদের থেকে মোটা টাকা নিয়ে কুন্তল ঘোষের মাধ্যমে তাদের প্রাথমিকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। তাপসবাবুর বারাসতের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। তাপস বাবুর কাছ থেকেই প্রথমে জানা যায় কুন্তল ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম। তাপস বাবুর ঘনিষ্ঠ গোপাল দলপতির মুখে প্রথমবার শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম।

আরও পড়ুন: পার্থ–জ্যোতিপ্রিয়কে আবির মাখাতে গেলেন বন্দিরা, খেপে ফায়ার প্রাক্তন দুই মন্ত্রী

যদিও নিজেকে বারবার নির্দোষ দাবি করেছেন তাপসবাবু। তাঁর দাবি, তিনি নিজের কাছে কোনও টাকা তোলেননি। টাকার বিনিময়ে চাকরি হচ্ছিল বলে ছাত্র ছাত্রীদের ভালোর জন্যই তাদের চাকরির ব্যবস্থা করেছিলেন তিনি। তবে তাপস মণ্ডলের এই যুক্তি মানতে নারাদ সিবিআই। তাদের দাবি, জেনে বুঝে দুর্নীতিতে জড়িয়েছেন তিনি। তাই ইডির মামলায় জামিন হলেও সিবিআইয়ের মামলায় জেলেই থাকতে হবে তাপসবাবুকে।