Yusuf Pathan: স্টার ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বহরমপুরবাসী, বড় ঘোষণা ইউসুফের

দোল উৎসবে বহরমপুরে এসে রঙ খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। আর উৎসবের দিনেই বড় ঘোষণা করলেন বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাঁর ঘোষণা, ভাই ইরফান পাঠান-সহ অন্যান্য ক্রিকেট তারকাদের সঙ্গে দেখা করা এবং কথা বলার সুযোগ পাবেন বহরমপুরবাসী। এ নিয়ে পালটা ইউসুফকে করেছে কংগ্রেস।

আরও পড়ুনঃ ‘মোদী যদি গুজরাটের মানুষ হয়ে…’ বহরমপুরে খেলতে নেমে গুগলি ‘বহিরাগত’ ইউসুফ পাঠানের

আজ বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায়  একটি শিশু উদ্যানে বসন্ত উৎসবের  অনুষ্ঠানের হাজির হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এদিন তাঁকে ঘিরে সেলফি তোলার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ইউসুফ পাঠান এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যবাসী তথা জেলাবাসীর উদ্দেশ্যে বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা দেন। এর পাশাপাশি  তিনি নিজে হাতেই সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করেন। প্রাক্তন ক্রিকেট তারকাকে পাশে পেয়ে এদিন সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বাংলায় বসন্ত উৎসবের প্রশংসা করেন ইউসুফ পাঠান। একইসঙ্গে রবীন্দ্রনাথের গানেরও প্রশংসা শোনা যায় তাঁর মুখে। মুর্শিদাবাদের ভূমিপুত্র গায়ক অরিজিৎ সিংয়ের কন্ঠ এবং তাঁর গানেরও ভুয়সী প্রশংসা করেন ইউসুফ। বাংলায় বসন্ত উৎসব নিয়ে তিনি বলেন, ‘বহরমপুরে এটাই আমার প্রথম হোলি উৎসব। যে কোনও অনুষ্ঠানে পরিবারের সঙ্গে থাকলে সেই উৎসবের আনন্দ বহুগুণে বেড়ে যায়। তাতে যেমন বড়দের আশীর্বাদ পাওয়া যায় তেমনি ছোটদের ভালোবাসাও পাওয়া যায়।’ এর পাশাপাশি বহরমপুরের মানুষদেরও প্রশংসা শোনা যায় ইউসুফের মুখে।

তাঁর হয়ে অন্য কোনও ক্রিকেট তারকা প্রচারে আসবেন কিনা সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ‘অনেকেই আসবেন। বহরমপুরবাসী অবশ্যই ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তাঁর হয়ে অনেকেই প্রচারে আসবেন।’ 

তিনি জানান, এখন আইপিএলের জন্য সকলে ব্যস্ত রয়েছেন। যখন তারা ফাঁকা থাকবেন তখন অবশ্যই তাঁর হয়ে প্রচারে আসবেন। তিনি আরও বলেন, ‘এখানে আমি পাঁচ বছর ধরে থাকব। সেই সময়ের মধ্যে কোনও না কোনও ক্রিকেটা তারকাকে নিয়ে আসব। বহরমপুরবাসী তাদের সঙ্গে শুধু দেখা করায় নয়, তাঁদের সঙ্গে কথা বলারও সুযোগ পাবেন।’ ইউসুফ পাঠানের এমন ঘোষণার পরে কার্যত হাততালিতে ফেটে পড়ে অনুষ্ঠান চত্বর।

তিনি আরও জানান, তাঁর ভাই ইরফান পাঠানও সময় পেলে তাঁর হয়ে প্রচারে আসবেন। এ নিয়ে পালটা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেছে কংগ্রেস। তাদের বক্তব্য, রাজনীতি কোনও গেম শো নয়। আসলে ক্রিকেটারদের প্রচারে এনে ভোটারদের গুরুত্ব কমাতে চাইছেন তৃণমূল প্রার্থী।