রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তিনি। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের রানিকুঠিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালে তৃণমূল সরকারকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এনেছে সিপিএম।

আরও পড়ুন: ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, ‘মৃত্যুকামনা’ প্রসঙ্গে অভিজিৎ

শুভেন্দুবাবু বলেন, ‘সিপিএমের কাজটা কী বলুন তো? ২১ সালে এই যে চোরেদের দল, চোরেদের সরকার, অত্যাচারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, সর্বত্র লুঠ করা সরকার, এই সরকারটা আনার পিছনে সিপিএমের সব থেকে বেশি অবদান ছিল। এরা ২১এর ভোটে কী বলেছে? এই যাদবপুরের খেঁকশিয়াল না নকশাল। এই সেকু আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে, নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদী। এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি। আমরা বরং সব সভায় গিয়ে বলি, নো ভোট টু মমতা। এটা বিধানসভার ভোট নয়। কিন্তু এরাজ্যে ১৮টাকে যদি ডবল করে দেন ৬ মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে’।

আরও পড়ুন: তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী পদে বসার জন্য উন্মাদ হয়ে গিয়েছেন। যার জেরে দিবাস্বপ্ন দেখছেন তিনি। সাত মন তেল পুড়লেও রাধা নাচবে না। আসন্ন নির্বাচনে বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস অন্তত ৩৫টি আসন পেতে চলেছে। আর তার পরও রাজ্যে বিজেপি নির্বাচিত সরকার ফেলার চেষ্টা করলে সব রকম প্রতিরোধ করবে তৃণমূল কংগ্রেস।