Prithvi Shaw not in Delhi capitals opening match IPL 2024 Sourav Ganguly explains reason

নয়াদিল্লি: নিলামে তাঁকে রিটেন করা হয়েছিল। তবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) নিজেদের প্রথম আইপিএল (IPL 2024) ম্যাচে পৃথ্বী শকে (Prithvi Shaw) সুযোগই দেয়নি। তাঁর বদলে ওপেনিংয়ে দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে দলে সুযোগ দেওয়া হয়। কিন্তু কেন হঠাৎ দল থেকে বাদ পড়লেন পৃথ্বী? এই প্রশ্নের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানান পৃথ্বী দলের পরিকল্পনায় রয়েছেন বটে, তবে দলের ব্যাটিং গভীরতা বৃদ্ধি করতে এবং বিকল্প খোঁজার লক্ষ্যেই পৃথ্বীর বদলে মার্শ-ওয়ার্নারকে দিয়ে ওপেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট বলেন, ‘পৃথ্বী শ একজন ওপেনার। আমরা মিচেল মার্শ এবং ওয়ার্নারকে ওপেনিংয়ে খেলার সুযোগ দিই। রিকি ভুঁই মিডল অর্ডার ব্যাটার। ও মিডল অর্ডার ব্যাটার। তাই ভুঁই বদলি নয়। ওরা তো অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করে বেশ ভালই পারফর্ম করেছে। তাই আমরা ওদের পরখ করে দেখে নিতে চেয়ছিলাম।’ মার্শ এবং ওয়ার্নার শুরুটা ভাল করলেও, দিল্লি ম্যাচে ১৭৪ রানের বেশি করতে পারেনি। শেষমেশ চার বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।

মরশুম শুরুর আগে পৃথ্বী শ দিল্লির প্রস্তুতি শিবিরেও তেমনভাবে উপস্থিত ছিলেন না। সেটা অবশ্য তাঁর চোট এবং মুম্বইয়ের রঞ্জি জয় পর্যন্ত দৌড়ের জেরেই হয়েছে বলে জানান সৌরভ। পৃথ্বীর অনুশীলন শিবিরে যোগ দেওয়ায় দেরি হলেও, সৌরভ স্পষ্ট করে জানিয়ে দেন যে আগে থেকে যে কথা দেওয়া রয়েছে, সেই কথা রাখা এবং খেলোয়াড়দের চোট সবসময়ই অগ্রাধিকার পাবে। আজ আবার মাঠ নামছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচে পৃথ্বী সুযোগ পান কি না, সেইদিকে সকলের নজর থাকবে।  

এই ম্যাচেই আবার সেঞ্চুরি হাঁকাতে চলেছেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। আইপিএলে ২০১৬ সালে নিজের অভিষেক ঘটান পন্থ। শুরু থেকেই রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন তারকা ক্রিকেটার। ২০১৯ সালে দিল্লির নাম বদল হয়ে ডেয়ারডেভিলস থেকে ক্যাপিটালস হলেও, পন্থের দলবদল হয়নি। দলটির হয়ে ৯৯টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটিই হতে চলেছে তাঁর ১০০তম আইপিএল ম্যাচ। প্রথম ক্রিকেটার হিসাবে দিল্লির হয়ে ১০০টি আইপিএল খেলার নজির গড়তে চলেছেন ২৬ বছর বয়সি ক্রিকেটার।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: কিপার-ব্যাটারদের মগজাস্ত্রের লড়াই, নজরে ‘কুল-চা’, রাজস্থান-দিল্লির লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? 

আরও দেখুন