Blast in Assam-Manipur Border: অসম-মণিপুর সীমান্তের কাছে বিস্ফোরণ, IED রাখা ছিল?

বিশ্বকল্যাণ পুরকায়স্থ

বৃহস্পতিবার ভোরে অসম-মণিপুর সীমান্তের কাছে মণিপুরের জিরিবাম জেলার জাকুরাধোর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তকারী আসাম রাইফেলস জানিয়েছে, বিস্ফোরণে সম্ভবত আইইডি ব্যবহার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরকের অবশিষ্ট অংশ যেগুলি পাওয়া গিয়েছে তা  ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ‘এটি আইইডির মতো দেখাচ্ছে, তবে পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে এটি নিশ্চিত হওয়া যাবে না,’ বলেছেন কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তার জেরেই এই বিস্ফোরণ ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয়দের সঙ্গে দেখা করেছি। এটা ব্যক্তিগত বিষয় বলেই মনে হচ্ছে। কেউ বলেন, দোকানদার ভালো ব্যবসা করছে, তাই কিছু লোক তাকে ঈর্ষা করছে।

পুলিশ জানিয়েছে যে তারা একটি দোকানের মালিক বুদ্ধি সিংয়ের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করার চেষ্টা করছে।

গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।