IPL 2024 RCB vs KKR Royal Challengers Bangalore to play against Kolkata Knight Riders know probable XI and impact player strategy

বেঙ্গালুরু: আজ কি বল হাতে দৌড় শুরু করার সময় গত বছরের সেই ম্যাচের কথা মনে পড়বে তাঁর? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে…র মতো। সেই ম্য়াচ যে তাঁর কাছে অভিশপ্ত হয়ে রয়েছে। সে যতই এবার তাঁর জার্সি বদলে যাক না কেন!

তিনি, যশ দয়াল (Yash Dayal)। গত আইপিএলে (IPL 2024) খেলেছিলেন গুজরাত টাইটান্সে (Gujarat Titans)। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম জিটি ম্যাচে শেষ ওভারে তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। কেকেআরের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ২৯ রান। অতি বড় নাইট সমর্থকও ভাবেননি যে, সেই ম্যাচ জিততে পারে কেকেআর। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন একজন। রিঙ্কু সিংহ। যশ দয়ালের শেষ ওভারে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কায় কেকেআরকে উপহার দিয়েছিলেন স্বপ্নের রাত। সেই বিপর্যয়ের পর এমনই ভেঙে পড়েছিলেন দয়াল যে, গুজরাতের অধিনায়ক হার্দিক পরে জানান, ওজন কমে গিয়েছিল তাঁর।

সেই ম্যাচের পর বছর ঘুরে গিয়েছে। দয়াল এখন খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের রিঙ্কু বনাম দয়াল লড়াই।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কেকেআর। শুক্রবার দ্বিতীয় ম্যাচ নাইটদের। সেই ম্যাচে কেমন হতে পারে কেকেআরের একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ারই বা হবেন কে?

এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে আগের ম্যাচের দলই ধরে রাখতে চলেছে কেকেআর। সেক্ষেত্রে কেকেআর প্রথমে ব্যাটিং করলে রামনদীপ সিংহ থাকবেন একাদশে। পরে বোলিংয়ের সময় তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হবে স্পিনার সূয়স শর্মাকে। কেকেআর প্রথমে ফিল্ডিং করলে সূয়সই থাকবেন একাদশে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামবেন রামনদীপ।

আরসিবি-র একাদশেও বদলের সম্ভাবনা কম। আগের ম্য়াচে যাঁরা খেলেছিলেন, তাঁরাই সম্ভবত থাকবেন। প্রথমে ব্যাটিং করলে মহীপাল লোমরর থাকতে পারেন একাদশে। সেক্ষেত্রে দয়াল নামবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। প্রথমে ফিল্ডিং করলে ঠিক বিপরীত কৌশল। 

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল: সুনীল নারাইন, ফিল সল্ট (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সূয়স শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য দল: বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত (উইকেটকিপার), দীনেশ কার্তিক, মহীপাল লোমরর, আলজারি জোসেফ, ময়ঙ্ক ডগর, মহম্মদ সিরাজ় ও যশ দয়াল।

আরও পড়ুন: ২০ বছর পর পর্দায় ফের একসঙ্গে সৌরভ-ডোনা, স্ত্রীকে কী চমক দিলেন দাদা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন