Pre-Owned Car: পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে বিরাট চমক! কোন Brand তাঁদের পছন্দ? Report

সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে একেবারে খুশির খবর। স্পিনি নামে একটা সংস্থা রয়েছে। যারা পুরনো গাড়ি বেচাকেনা করে। ২০২৪ আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারের বেচাকেনার হিসাব অনুসারে তাদের দাবি, এই সময়কালে তাদের ৩১ শতাংশ বেচাকেনা বেশি হয়েছে। মহিলা ক্রেতাদের মধ্য়েও গাড়ি বেচা কেনার পরিমাণ অনেকটাই বেশি। কোম্পানির রিপোর্ট বলছে, গোটা দেশজুড়ে ৪৬ শতাংশ মহিলা ক্রেতা ২০২৪ সালের মার্চ মাসে সেকেন্ড হ্যান্ড গাড়ির দিকে ঝুঁকেছেন। এতে কার্যত এটা বোঝা যাচ্ছে যে ব্যবহৃত গাড়ির প্রতি আগ্রহ বেড়েছে মহিলা ক্রেতাদের। 

তথ্য় অনুসারে জানা গিয়েছে, এই পুরনো গাড়ি কেনার নিরিখে এগিয়ে রয়েছএ দিল্লি-এনসিআর। সেখানে ৪৮ শতাংশ মহিলা ক্রেতারা এই পুরনো গাড়ি কেনেন। এরপরই মুম্বইয়ের স্থান। সেখানে ৪৬ শতাংশ মহিলা ক্রেতারা এই পুরনো গাড়ি কেনেন। 

এরপরই রয়েছে বেঙ্গালুরু ও পুনের স্থান। বেঙ্গালুরুতে মহিলা ক্রেতার সংখ্য়া ৪১ শতাংশ ও পুনেতে এই সংখ্যা ৩৯ শতাংশ। আর যদি নন মেট্রো শহরের দিকে তাকানো যায় সেখানেও কম কিছু নয়। লখনউ ও জয়পুরের মতো শহরেও প্রচুর মহিলা ক্রেতা এই পুরনো গাড়ি কেনেন। 

কিন্তু মূলত কোন গাড়ির মডেলের প্রতি মহিলাদের বেশি আগ্রহ রয়েছে? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে মহিলারা যে গাড়ির ব্র্যান্ড সবথেকে বেশি পছন্দ করেন সেগুলি হল Renault Kwid, Grand-i10, Baleno। মূলত যে মহিলাদের বয়স ৩০-৪০ এর মধ্য়ে তাঁরা এই ধরনের গাড়ি বেশি পছন্দ করেন। 

ওই সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, স্পিনির প্রতিষ্ঠাতা নীরজ সিং জানিয়েছেন, কোম্পানি লেডি লাক হিসাবে প্রচার করেছিল। আর সেটা কাজে লেগে গিয়েছে। এমনকী কিছু গাড়িতে ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিয়েছিল কোম্পানি।  

এদিকে বর্তমানে অনেকেই চান একটি গাড়ি। মূলত করোনা পরিস্থিতির পর থেকে গাড়ি কেনার প্রতি অনেকের আগ্রহ বেড়ে গিয়েছিল। তবে এবার ব্যবহৃত গাড়ির প্রতিও মানুষের আগ্রহ কম কিছু নয়। কারণ পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে একটা সুবিধা হল দাম একটু কম পড়ে। বলা ভালো অনেকটাই কম পড়ে। আর দেখে কিনতে পারলে সেকেন্ড হ্যান্ড গাড়ি বেশ ভালোই চলে। তবে এবার মহিলাদের মধ্য়ে এই গাড়ির কোন ব্র্যান্ড পছন্দ সেটাও সামনে এসেছে সমীক্ষায়।