Rishabh Pant loses temper after getting out in RR vs DC IPL 2024 match smashes side screen

জয়পুর: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ১৪ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গাড়ি দুর্ঘটনার পর তাঁর মাঠে ফেরার অপেক্ষায় ছিল আপামর ক্রিকেটবিশ্ব। তবে দুই ম্যাচের একটিতেও বড় রান আসেনি দিল্লির তারকা ক্রিকেটারের ব্যাট থেকে। হতাশ, ক্ষুব্ধ পন্থ মাঠের মাঝেই আউট হয়ে মেজাজ হারালেন।

পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। রাজস্থানের বিরুদ্ধে (RR vs DC) ১৮৬ রান তাড়া করতে নেমে দিল্লি অধিনায়কের সংগ্রহ ২৬ বলে ২৮ রান। আউট হওয়ার পরেই সাজঘরে ফেরার পথে ক্ষোভে ফেটে পড়েন পন্থ। সাজঘরে ঢোকার আউটে সজোরে সাইট স্ক্রিনে ব্যাট দিয়ে আঘাত করতে দেখা যায় পন্থকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

 

পন্থ এদিন নান্দ্রে বার্গারের বিরুদ্ধে দুরন্ত স্কোয়ার কাট মেরে ইনিংস শুরু করেন। কিন্তু তারপর চারটে বলে কোনও রানই করতে পারেননি তিনি। যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে পন্থ রানের গতি বাড়ানোর চেষ্টা করেন বটে, তবে তিনি ব্যাট হাতে ছন্দই খুঁজে পাননি। চাহাল যখন নিজের দ্বিতীয় ওভার বল করতে আসেন, তখন সাত ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৮১ রানের। রানের গতি বাড়ানোর তাগিদে পন্থ চাহালের বিরুদ্ধে বড় শট হাঁকাতে যান। আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক চতুরভাবে বলে ফ্লাইট না দিয়ে অফ স্টাম্পের বাইরে বল রাখেন। পন্থ কাট মারতে গিয়েও ব্যাটে বলে সঠিকভাবে সংযোগ ঘটাতে পারেননি। তবে বল তাঁর ব্যাটের ভিতরের কিণারায় লেগে সঞ্জু স্যামসনের হাতে চলে যায়। 

একা হাতেই ম্যাচ ঘোরানোর দক্ষতা রাখা পন্থের সাজঘরে ফেরাটা নিঃসন্দেহেই রাজস্থানের জন্য বড় সাফল্য ছিল। তাঁর ক্রিজে টিকে থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা পন্থও জানতেন। তাই হতাশ হয়ে সাজঘরে ফেরার পথেই সাইট স্ক্রিনে আঘাত করেন দিল্লি অধিনায়ক। শেষমেশ ১২ রানে ম্য়াচও হারে দিল্লি ক্যাপিটালস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রাজস্থান-দিল্লির ম্যাচে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সৌরভ-পন্টিংয়ের, ভাইরাল ভিডিও

আরও দেখুন