Saket Gokhale :৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের

লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। ঠিক সেই সময় একাধিক মামলায় সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। আর এবার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে নোটিশ পাঠাল আয়কর দফতর। ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে ১১ টি নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। এর মধ্যে আবার একটি বেশ কয়েক বছরের পুরনো। আয়কর দফতরের নোটিশ পেয়ে কার্যত বিস্মিত তৃণমূল নেতা। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র আক্রমণ করলেন সাকেত গোখলে। বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করার জন্য কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ ED ও CBI-র নজরে থাকা কতজন BJP-কে টাকা দিয়েছে, এবার ফাঁস হবে, খোঁচা TMC সাংসদের

আয়কর দফতরের পাঠানো নোটিশের স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তৃণমূল নেতা লিখেছেন, ‘গত ৭২ ঘণ্টায় আয়কর দফতরের কাছ থেকে ১১ টি নোটিশ পেয়েছি। এর মধ্যে কিছু আবার ৭ বছরের পুরনো কর সংক্রান্ত।’ এরপরে তিনি কেন্দ্রকে আক্রমণ করে লিখেছেন, ‘এটা হাস্যকর! এতে বোঝা যাচ্ছে মোদী সরকার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হতে দেবে না।’ তিনি আরও লেখেন, ’২০২৪ সালের লোকসভার প্রাক্কালে বিরোধীদের চাপ দেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। আর যখন ইডির দ্বারা কাজ হয় না, তখন আয়কর বিভাগকে ব্যবহার করছে কেন্দ্র। বিজেপি কেন এত মরিয়া? মোদী কি ভয় পাচ্ছেন?’ সাকেতের কথায়, ভোটে হেরে যাওয়ার ভয়েই বিরোধীদের ওপর সৃষ্টি করতে চাইছে বিজেপি। তার জন্যই তারা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। আর যখন ইডি বা সিবিআই দ্বারা কাজ হচ্ছে না তখন বিরোধীদের ভয় দেখাতে অন্য সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্র।

প্রসঙ্গত, সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন দেশজুড়ে কার্যকর হওয়ার পরেই তীব্র আক্রমণ করেছিলেন সাকেত। তিনি বলেছিলেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইনকে শরণার্থীদের দরদি এক দারুণ আইন হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু এটি বাস্তবে একটি ‘জুমলা’।’

যদিও এর আগেও সাকেত গোখলেকে নোটিশ পাঠিয়েছিল আয়কর দফতর। সেক্ষেত্রে মুম্বই পুলিশের ভূমিকার তীব্র প্রতিবাদ করার পরেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। এছাড়াও ২০২৩ সালে সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল পুলিশ। আর লোকসভা ভোটের মুখে ফের তাঁকে আয়কর দফতরের নোটিশ পাঠানো হল।