Shreyas Iyer | RCB vs KKR

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলের (IPL 2024) প্রথম ম্য়াচ খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH, IPL 2024) বিরুদ্ধে। রুদ্ধশ্বাস ম্য়াচে কেকেআর শেষ ওভারের সাসপেন্স থ্রিলারে চার রানে জিতে যায়। কেকেআর দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB vs KKR, IPL 2024) বিরুদ্ধে। এদিন এম চিন্নাস্বামীতে (M Chinnaswamy Stadium, Bengaluru) টস করতে নেমেই বিস্তর ঘেঁটে ফেলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। 

আরও পড়ুন: Luis Rubiales | World Cup kiss: এক চুমুতে আড়াই বছর জেল! প্রাক্তন সভাপতির এ কী সর্বণাশ

টস জিতে তিনি রান তাড়া করার রাস্তায় হেঁটেছেন। ফাফ দু প্লেসিসদের ব্য়াট করতে পাঠান। কেকেআর টস জিতে ফিল্ডিং কেন করছে! সেই সিদ্ধান্তের ব্য়াখ্য়া দিতে গিয়ে বলেন, ‘আমরা প্রথমে বল করব। কিউরেটরের সঙ্গে আমাদের বেশ কিছুক্ষণ কথা হয়েছে। তিনি বললেন যে, পিচে স্পিন ধরবে। দলের সবাই খুব চাঙ্গা। প্রত্যেকের স্পিরিটই একেবারে তুঙ্গে। গত ম্য়াচের মোমেন্টামই ধরে রাখতে হবে। আমাদের বর্তমানে বাঁচতে হবে। আমার কাজটা হবে অ্যাঙ্কারের। মারাত্মক বোলিং লাইন আপ পাওয়া সবসময় ভালো ব্য়াপার। শুরুতেই আমাদের যা করার করতে হবে। অনুকূল রয় এসেছে দলে। আমি সত্যিই খুব ঘেঁটে গিয়েছি। আমাকে দু’টি দল দেওয়া হয়েছে।’

বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশ: ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্র রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে থাকছেন বৈভব, সুযশ, মণীশ, অঙ্গকৃশ ও গুরবাজ। দেখা যাক কেকেআর ব্য়াক-টু-ব্য়াক জেতে নাকি আরসিবি শেষ হাসি হাসে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিন ওভারে আরসিবি এক উইকেটে ৩৪ রান তুলেছে। বিরাট কোহলি (২১) ও ক্য়ামেরন গ্রিন (৪) রয়েছেন ক্রিজে। বিরাটের সঙ্গে ওপেন করতে এসে ফাফ ছয় বলে আট রান করে ফিরে যান। কেকেআরের গত ম্য়াচের নায়ক হর্ষিত রানার বলে তিনি লোপ্পা ক্য়াচ তুলে দেন মিচেল স্টার্কের হাতে।

আরও পড়ুন: Ravindra Jadeja: ধোনির স্ত্রীকে জড়িয়ে জোর চর্চায় জাদেজা, বললেন কোলে নেওয়ার গল্প! রিভাবা জানেন?

  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)