Virat Kohli | RCB vs KKR

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) আর রেকর্ড এখন সমার্থক। তিনি মাঠে নামলেই পরিসংখ্যানবিদরা খাতা-কলম নিয়ে তৈরি হয়ে যান। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্য়াটিং সুপারস্টারই যে বিরাট। শুক্রবার বিরাট খেলছেন তাঁর দ্বিতীয় ঘরের মাঠ এম চিন্নাস্বামীতে। আর চেনা মাঠেই রেকর্ড ভেঙে ঝলসালেন তিনি। কমলা টুপি রাখলেন নিজের কাছেই।

আরও পড়ুন: Virat Kohli | IPL 2024: করে দেখালেন কোহলিই, অতীতে ভারতের কেউ পারেননি!

রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এদিন খেলছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। টস জিতে রান তাড়া করার রাস্তায় হেঁটেছেন শ্রেয়স আইয়ার। তিনি ফাফ দু প্লেসিসদের ব্য়াট করতে পাঠান। আরসিবি প্রথমে ব্য়াট করে নির্ধারিত ওভারে ছয় উইকেটে তুলেছে ১৮২ রান। এই রানের সিংহভাগই করেছেন প্রাক্তন অধিনায়ক ও আরসিবি মহারথী বিরাট। ৫৯ বলে ৮৩ রানের ইনিংস তিনি সাজান চারটি চার ও চারটি ছক্কায়। ১৪০.৬৭-এর স্ট্রাইক রেটে ব্য়াট করে চিন্নাস্বামী মাতিয়ে দিয়েছেন। আর ছক্কা হাঁকিয়েই কোহলি বিরাট রেকর্ড করে ফেলেন। 

এখন থেকে আইপিএলে, আরসিবি-র জার্সিতে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারের নাম আর ক্রিস গেইল থাকল না, ক্য়ারিবিয়ান কিংবদন্তিকে ছাপিয়ে গেলেন কোহলি। আইপিএলে ৫২ নম্বর হাফ-সেঞ্চুরির রাতেই রেকর্ড ভাঙলেন তিনি। বেঙ্গালুরুর হয়ে বিরাট হাঁকিয়ে ফেললেন ২৪২ নম্বর ছয়। দুয়ে চলে এলেন গেইল (২৩৯), তিনে এবি ডি ভিলিয়ার্স (২৩৮), চারে গ্লেন ম্য়াক্সওয়েল (৬৭) ও পাঁচে ফাফ দু প্লেসিস (৫০)।

আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারের তালিকায় যদিও রয়েছেন গেইল। ১৪২ ম্য়াচে ৩৫৭টি ছয় মেরেছেন তিনি। দুয়ে আছেন রোহিত শর্মা (২৪৫ ম্য়াচে ২৬১ ছয়), তিনে ডিভিলিয়ার্স (১৮৪ ম্য়াচে ২৫১ ছয়), চারে কোহলি (২৪০ ম্য়াচে ২৪২ ছয়) ও পাঁচে এমএস ধোনি (২৫২ ম্য়াচে ২৩৯ ছয়)। কোহলি এদিন টপকে গেলেন ধোনিকে। গত ম্য়াচেও কিন্তু বিরাট পঞ্জাবের বিরুদ্ধে অর্ধ-শতরান করেছিলেন। ৪৯ বলে ৭৭ রান করেন তিনি। সেই ম্য়াচ পঞ্জাব জেতে। এদিন কী হয় সেটাই দেখার! আইপিএলে এখন অরেঞ্জ ক্য়াপ কিন্তু বিরাটের মাথায়। তিন ম্য়াচে তাঁর ১৮০ রান করা হয়ে গেল।

আরও পড়ুন: Virat Kohli: এই প্রথমবার ঘটল এমন! ইতিহাস লিখলেন বাইশ গজের রাজা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)