ফয়েল পেপার আটকে ঘণ্টাখানেক বন্ধ ছিল মেট্রোরেল

বাতাসে উড়ে এসে একটি ফয়েল পেপার মেট্রোরেলের তারে এসে পড়ায় সকাল ৭টা থেকে এক ঘণ্টারও বেশি বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

রবিবার (৩১ মার্চ) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকালে বৃষ্টির পর ঝোড়ো বাতাসে একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় স্মরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনও এক জায়গায় মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর এসে পড়ে। এটি সরাতে পাঁচ মিনিট সময় লেগেছে।

তিনি আরও বলেন, ওই সময় মেনটেইন্যান্স টিম না থাকায় বিষয়টির সমাধান করতে এক ঘণ্টার মতো সময় লাগে।

স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, ঘটনাটি সকাল ৭টার দিকে ঘটেছে। এ সময় স্টেশনে ভিড় জমে যায়।