CSK vs DC LIVE Score Today Match IPL 2024 Live Updates Chennai Super Kings vs Delhi Capitals Scorecard Match Highlights Rishabh Pant MS Dhoni Ruturaj Gaikwad

রবিবাসরীয় আইপিএলে (IPL 2024) আজ দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের (DC vs CSK) মহারণ। অর্থাৎ দুই ডাগ আউটে দুই প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) দেখা যাবে। এই মাঠেই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মহেন্দ্র সিংহ ধোনির ধ্বংসাত্মক রূপ দেখা গিয়েছিল। শতরান হাঁকিয়েছিলেন ধোনি। ১৯ বছর আগে তখন ভারতীয় দলের নেতৃত্বে সৌরভ। আজ সেই মাঠে দুইজনেই ফের একবার উপস্থিত থাকবেন। তবে ভিন্ন ভিন্ন দলে। সিএসকের তারকা ক্রিকেটার ধোনি অধিনায়কত্ব ছাড়লেও, তাঁকে তরুণ রুতুরাজের সহায়তা করতে ফিল্ডিংয়ের সময় গাইড করতে দেখা গিয়েছে। অপরদিকে, দিল্লির জয়ের রূপরেখা তৈরির দায়িত্বে সৌরভ। লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে।

আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ২৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে চেন্নাই। দিল্লি যেখানে ১০টি ম্যাচ জিতেছে, সেখানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সিএসকে ১৯টি ম্যাচ জিতেছে। 

বিশাখাপত্তনমের পিচ সাধারণ ব্যাটিং সহায়ক পিচ। ব্যাটাররা এখানে ব্যাটিং বেশ উপভোগ করেন। তবে ভাল পিচ সত্ত্বেও কিন্তু খুব বেশিবার দুশোর রানের গণ্ডি পার করতে পারেনি ব্যাটিং দলগুলি। এমনকী কোনও ব্যাটার সেঞ্চুরিও হাঁকাননি। মাঠে আগে বা পরে ব্যাট করলেও পরিণামে যে খুব প্রভাব পড়ে, তেমনটা নয়। ১৩টি আইপিএল ম্যাচে বিশাখাপত্তনমের এই মাঠে আগে ব্য়াট করা দল সাতবার জয় পেয়েছে। প্রথম ইনিংসে রানের গড় ১৫৮, দ্বিতীয় ইনিংসে তা কমে ১৩১ রান।

ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচের শুরুর সময় ৩০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার কথা । বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ম্যাচের সময় কিন্তু আর্দ্রতা ৭৫ শতাংশের মতো থাকার কথা।