Easter Sunday: আজ ইস্টার সান ডে! স্কুলে কী ভাষণ দেবেন আজ? জেনে নিন একটি অসাধারণ স্পিচ

আজ ইস্টার সান ডে। গুড ফ্রাইডের দিনে যিশু ক্রুশবদ্ধ হয়েছিলেন এবং ঠিক তার ২ দিন পরে ঘটেছিল এক আশ্চর্যজনক ঘটনা। এই পুণ্য রবিবারে ফের দেখা দিয়েছিলেন যিশু। এটি খ্রিস্টানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ইংরেজিতে উৎসবটিকে ‘ইস্টার সানডে’ (Easter Sunday) বলা হয়। জার্মান ভাষায় এর নাম ‘অস্টার’।

এই বিশেষ দিনটি শিশুদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন বিভিন্ন স্কুলে শিশুদের ভাষণ দেওয়ারও প্রচলন থাকে। এ দিন বিভিন্ন স্কুলে বক্তৃতা শিশুদের বা বড়দের বিশেষ বক্তৃতার অনুষ্ঠানও থাকে। আসুন জেনে নেওয়া যাক একটি আকর্ষণীয় বক্ৃতা-

আরও পড়ুন: ইস্টারে কেন রং করা ডিম উপহার দেওয়া হয়? এর রিছনে রয়েছে মজার একটি ঘটনা

ইস্টার শব্দের অর্থ ঊষা বা প্রত্যুষ। যিশুর পুনরুত্থান হল মানবজাতির জন্য এক নতুন দিনের আগমন তথা প্রত্যুষের সূর্যোদয়, তাই এটিকে ইস্টার বলা হয়। আবার প্রাচীনকালে একে লাতিন ও গ্রিক ভাষাতে ‘পাসকা’ বা ‘পাসখা’ নামে ডাকা হত।

আরও পড়ুন: ইস্টার সানডে কেন পালন করা হয়? কী হয়েছিল এই দিনে? জেনে নিন কাহিনি

সে কারণে ফরাসি ভাষায় এটিকে ‘পাক’ (Paques), স্পেনীয় ভাষায় ‘পাস্কুয়া’ (Pascua), ইত্যাদি নামে ডাকা হয়, আর তার অনুকরণে ইংরেজিতেও ‘পাসওভার’ (Passover) বলা হয়। ‘পাসকা’ অর্থ হল পার হয়ে যাওয়া, কেননা যিশুর পুনরুত্থানের কারণে মানবজাতি পাপ থেকে ফের পুণ্যের জগতে পা দিয়েছে বলে মনে করা হয়।

আরও পড়ুন: আজ ইস্টার সানডে, প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা, কী লিখবেন জেনে নিন

তাই আজকের দিন থেকে সবার যেন নতুন জন্ম শুরু হয়। পুরানো, প্রাচিন সব কিছু ভুলে যেন নতুন ভাবে জেগে ওঠে সকলে। যা কিছু খারাপ রয়েছে তা ফেলে এসে নতুন ভাবে জীবন চলা শুরু হোক এই দিনে। যিশুর আশির্বাদে সমস্ত খারাপ যেন জীবন থেকে ধুয়ে মুছে যায়। 

নিজের হত্যাকারীদের ক্ষমা করেছিলেন যিশু। তাই সকলকে ক্ষমা করার ক্ষমতা যেন আরও একশো গুণ বাড়িয়ে ফেলতে পারি সবাই। এই শুভদিন যেন বারবার সকলের জীবনে ফিরে ফিরে আসে। যিশুর আশির্বাদে যেন সবার সমস্ত রোগ, ব্যধি ধুয়ে মুছে যায়। মুছে যায় সমস্ত পাপ, দুঃখ যন্ত্রণা।