Mexico Boat Accident: মেক্সিকো উপকূলে নৌকা দুর্ঘটনায় নিহত আট চিনা নাগরিক!

তীরে এসে তরী ডুবেছে মেক্সিকোয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তীরের কাছে এসে যাত্রী ভর্তি একটি নৌকা ডুবি হয়েছে। নৌকা দুর্ঘটনায় আট ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, নিহতরা চিনের বাসিন্দা। শনিবার এ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কর্মকর্তারা। প্লায়া ভিসেন্তে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে নিহতদের মৃতদেহ পাওয়া গিয়েছে। এরপরই নৌকা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য।

আর গুয়াতেমালার সঙ্গে মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে প্লেয়া ভিসেন্টে শহরের একটি সৈকতের কাছে মৃতদেহগুলি পাওয়া গিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস রাজ্যের তাপাচুলা ছেড়ে একটু এগিয়ে একটি মেক্সিকান নৌকায় সাত মহিলা এবং একজন পুরুষ ছিলেন। মৃত্যু হয়েছে এই আটজনের। ওক্সাকা রাজ্যে শুক্রবার যে তীরে মৃতদেহগুলি ভেসে উঠেছিল, তা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনি ভাবে পৌঁছানোর জন্য প্রায়শই অন্যান্য দেশের বাসিন্দারা ব্যবহার করে থাকেন।

মানুষ এই অঞ্চলে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়

উল্লেখযোগ্যভাবে, মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের এলাকাটি মেক্সিকো অতিক্রম করে মার্কিন সীমান্তে পৌঁছোনোর ক্ষেত্রে অভিবাসী অর্থাৎ মাইগ্রেন্টদের জন্য একটি প্রধান পথ। বেশিরভাগ অভিবাসীই স্থলপথে যাতায়াত করেন, কিন্তু কেউ কেউ মেক্সিকোর ভিতরের চেকপয়েন্ট এড়াতে সমুদ্রপথ বেছে নেন এবং মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তাই এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, অন্যান্য দেশের হাজার হাজার মানুষ, প্রায়ই নিজ নিজ দেশে সহিংসতা ও দারিদ্র্যতার চাপ সামলাতে না পেরে প্রতি বছর মেক্সিকো হয়ে মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করেন। এঁদের মধ্যে অনেকেই মধ্য আমেরিকা থেকে আসেন। সরকারি তথ্য অনুসারে, গত বছর মেক্সিকো অতিক্রম করার সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চিন, ভারত ও উজবেকিস্তান এবং আমেরিকা থেকে বহু দূরের অন্যান্য দেশের নাগরিকরাই বেশি ছিলেন। আরও ক্রমাগত, নিজ দেশ থেকে চলে আসা মানুষের সংখ্যা বাড়ছে। খুব স্বাভাবিকভাবেই, মেক্সিকো হয়ে আমেরিকা পৌঁছোনোর ক্ষেত্রে অনেক অভিবাসীই মেক্সিকোর অভিবাসন পরিষেবাকে বিপর্যস্ত করছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলছে মেক্সিকো। এদিকে, বেআইনি অভিবাসন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।