১ রানে শান্তর বিদায়, আউট তাইজুলও

আবার সিঙ্গেল ডিজিটে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক ১১ বলে করলেন মাত্র ১ রান। সিলেট টেস্টের দুই ইনিংসে তার রান ছিল ৫ ও ৬। দলীয় ১০১ রানে প্রবাথ জয়াসুরিয়ার বলে দিমুথ করুণারত্নের ক্যাচ হন তিনি। পরের ওভারে বিশ্ব ফার্নান্ডোর বলে তাইজুল ইসলামের লেগ স্টাম্প উড়ে যায়। ৬১ বলে ২২ রান করেন তিনি। ১০৫ রানে বাংলাদেশ হারালো ৪ উইকেট।

বোল্ড হলেন জাকির

তাইজুল ইসলাম ও জাকির হাসান শ্রীলঙ্কার বোলারদের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। জাকির হাফ সেঞ্চুরি করলেও এই জুটি পঞ্চাশ ছুঁতে পারেনি। ১২২ বলে ৪৯ রানে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের জুটি। জাকির ১০৪ বলে ৮ চারে ৫৪ রান করে বিশ্ব ফার্নান্ডোর বলে বোল্ড হয়েছেন। ৩৩ ওভার শেষে ২ উইকেট ৯৬ রান বাংলাদেশের।

চার মেরে জাকিরের চতুর্থ ফিফটি

তৃতীয় দিনের ১৬তম ওভারে হাফ সেঞ্চুরি করলেন জাকির হাসান। বিশ্ব ফার্নান্ডোর বলে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দেখা পান বাংলাদেশি ওপেনার। এজন্য খেলেছেন ৯৬ বল, মেরেছেন ৮ চার। ৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৫ রান।

নতুন দিনের লড়াইয়ে শুরুতেই জাকিরের দুটি চার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ শেষ করেছিল ১ উইকেটে ৫৫ রানে। সোমবার তৃতীয় দিনের খেলার শুরুতেই জাকির হাসান চার মেরে আগ্রাসী ভূমিকায়। ২৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি। ১৮ ওভারে ১ উইকেটে ৬৫ রান স্বাগতিকদের।

শ্রীলঙ্কার রান পাহাড়ের পর বাংলাদেশের লড়াই

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড়ের পর লড়াই করছে বাংলাদেশ। শেষ ঘণ্টার ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় মিলে ভালো শুরুে এনে দিয়েছিলেন। ৪৭ রান যোগ করেন তারা। দুর্ভাগ্য দিনের শেষ ভাগে জয়কে (২১) বোল্ড করে সাজঘরে পাঠান লাহিরু কুমারা। বাকি সময় আর বিপদ হতে দেননি নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম (০*) ও জাকির হাসান (২৮*)। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ১৫ ওভারে ১ ‍উইকেটে ৫৫ রান। তারা এখনও ৪৭৬ রানে পিছিয়ে।