Indian Defence Export: স্বাধীনতার পর প্রথমবার! প্রতিরক্ষায় রফতানিতে ২১ হাজার কোটি টাকার অঙ্ক পার ভারতের

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের রফতানিতে বড় মাইলস্টোন পার করেছে ভারত। সোমবার এক্স হ্যান্ডেল থেকে এক পোস্টে সেই সুখবর দেশবাসীকে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, আগেই দেশের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বড় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারতের’ বড় বার্তা দেন। এরপর দেশের প্রতিরক্ষার রফতানিক্ষেত্র পার করে বড় মাইলস্টোন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘সবাইকে জানাতে পেরে আনন্দিত, যে ভারতীয় প্রতিরক্ষা রফতানি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে এবং স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ২১ ০০০ কোটি টাকা ছাড়িয়েছে।’  ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়েছে সদ্য। আর তারপরই এপ্রিলের প্রথমেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ২১,০৮৩ কোটির প্রতিরক্ষা রপ্তানির গণ্ডী পার করেছে। গত অর্থবর্ষের তুলনায় এই বিপুল পরিমাণ প্রতিরক্ষা রফতানি নিঃসন্দেহে বড় প্রাপ্তি দিল্লির কাছে। গতবছরের তুলনায় প্রতিরক্ষায় রপ্তানি বৃদ্ধির হার ৩২.৫ শতাংশ। ভারত ২০২৪-২৫ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যমাত্রা৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। দেশটি বর্তমানে প্রায় ৮৫টি দেশে সামরিক হার্ডওয়্যার রফতানি করছে, প্রায় ১০০টি সংস্থা এই রপ্তানির সাথে জড়িত।

( Jaishankar on Arunachal: ‘আপনার বাড়ির নাম বদলালে কি সেটা আমার হবে?’ অরুণাচলের নামকরণ নিয়ে চিনকে ঝোড়ো জবাব জয়শঙ্করের)

এদিকে, এর, আগে, ২০২৩ সালে মে মাসে নাইজেরিয়া সফরে গিয়েছিলেন রাজনাথ সিং। সেখানেও তিনি প্রতিরক্ষায় ভারতের আত্মনির্ভরতার কথা জানিয়েছিলেন এক আলোচনা সভায়। প্রতিরক্ষা মন্ত্রী ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ লক্ষ্য অর্জনের লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা রপ্তানি ঘিরে ভারতের লক্ষ্য অর্জন ঘিরে বক্তব্য রেখেছিলেন। ‘আত্মনির্ভরতা’ এবং ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ এর উপর সরকারের ফোকাসের উপর জোর দিয়েছিলেন তিনি সেবার। 

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের মাটিতে একাধিক সরঞ্জাম তৈরি ও যুদ্ধাস্ত্র তৈরিতে যে দেশ এগিয়ে চলেছে, তার খতিয়ান বহু সময়ই সামনে আসছে। সদ্য প্রতিরক্ষায় ফের ভারতের জমি শক্ত করে একবার দাপুটে সাফল্যের উড়ান নিয়েছে যুদ্ধবিমান তেজসের সিরিজ এমকে-১এ। সদ্য বেঙ্গালুুরুর হ্যালে হিন্দুস্তান এয়রোনটিক্স লিমিটেডের প্রাতিষ্ঠানিক এলাকা থেকে ওই যুদ্ধবিমানের সফল উত্তরণ হয়েছে। এবার অপেক্ষা এই বিমান যাতে ভারতীয় সেনায় অন্তর্ভূক্ত হয়, তার জন্য। 

এদিকে, সোমবার প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া তথ্য নজরে রাখলে দেখা যাবে, গত ১০ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানির নিরিখে ৩১ গুণ বৃদ্ধি হয়েছে। ফলে সেই দিক থেকে অর্থবর্ষ ২০২৩-২৪ দেশের প্রতিরক্ষা সংক্রান্ত রপ্তানির নিরিখে যেমন ইতিবাচক বার্তা এনেছে, তেমনই তা দেশকে প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভর করতেও বড় ভূমিকা পালন করেছে।