বিশাখাপত্তনমে নারিন-ঝড়! আইপিএলে জয়ের হ্যাটট্রিক, শীর্ষে কলকাতা KKR beats beats Delhi in IPL

জি ২৪ ঘণ্টা ডিজিটাল:  আইপিএলে ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ রান! নারিন ঝড়ে কার্যত উড়ে গেল দিল্লি। জয়ে হ্য়াটট্রিক করে ফেলল কলকাতা। মাঠে বসে সেই জয়ের সাক্ষী থাকলেন স্বয়ং শাহরুখ খান।

আরও পড়ুন:  R Ashwin On IPL: ‘আইপিএল আদৌ ক্রিকেট!’ বিস্ফোরক প্রফেসর, ধেয়ে এল ঝড়…

ম্যাচটা ছিল বিশাখাপত্তনমে। টসে জিতলে ব্য়াটিং করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু শেষপর্যন্ত শিকে ছেঁড়ে কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ারের কপালেই। ওপেন করতে নামেন সুনীল নারিন। সঙ্গে ফিল সল্ট। যদিও শুরুটা ভালো হয়নি।  টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ওঠে মাত্র ৩ রান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন ইশান্ত শর্মা। এরপরই শুরু হয় নারিন-ঝড়! তাঁর দাপটে পাওয়ার প্লেতেই ৮০ রানের গণ্ডি পেরিয়ে যায় কেকেআর। ৮৫ রান করে আউট হন নারিন। 

এবার কেকেআর ব্যাটিংয়ের হাল ধরেন তরুণ অঙ্গকৃষ। হাফ সেঞ্চুরি করেন তিনি। ২৭২ রান শেষ হয় কলকাতা ইনিংস। আইপিলের সর্বোচ্চ ২৭৭ রান করে করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ৬  রানের জন্য় অক্ষত থেকে সেই রেকর্ড। জবাবে ব্য়াটে বিপর্যয় দিল্লির। তখনও বাকি ২ ওভার ৪ বল। ১৬৬ রানে অলআউট ঋষভ পন্থরা।

আরও পড়ুন:  Luis Rubiales | World Cup kiss: এক চুমুতে আড়াই বছর জেল! প্রাক্তন সভাপতির এ কী সর্বণাশ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)