Arjun Singh at HC: বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে নজরদারি অভিযোগ, হাইকোর্টে অর্জুন সিং

রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। বিজেপির যোগ দেওয়ার পর তাঁর বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগিয়েছে প্রশাসন। এই অভিযোগে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।

এবারও ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন। তাঁর অভিযোগ প্রতিদিন তাঁর বাড়িতে কে আসছেন বা যাচ্ছেন, তা নজরদারি করা হচ্ছে। এর ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে। অর্জুন সিং-এর আবেদন শোনার পর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন। বর্ধমান শহরে জন্তুর হানায় আইনজীবীর মৃত্যু! পুলিশের দাবিকে ঘিরে প্রশ্ন হাইকোর্টে

তৃণমূল থেকে বিজেপিতে আসার পর অর্জুনকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। তাঁর অভিযোগ, বাড়ির চারদিকে ৮২টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বাড়িতে কারা আসছেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে। তাদের কারও কারও বিরুদ্ধে মামলা দায়েরও করা হচ্ছে।

আরও পড়ুন। গরম থেকে রেহাই নেই বৃহস্পতিতেও, শুক্র থেকে বৃষ্টি একাধিক জেলায়, কোথায় তাপপ্রবাহ?

প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপি যান অর্জুন সিং। সেবার লোকসভা ভোটে দাঁড়িয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়। ২০১১ সালে বিধানসভা ভোটের পর আবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন। কিন্তু লোকসভা নির্বাচনে এবার তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ হন অর্জুন। তৃণমূল পক্ষ থেকে তাঁকে বরাগনরের উপনির্বাচনে বিধায়ক পদে দাঁড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি রাজি হননি। দিল্লি গিয়ে যোগ দেন বিজেপিতে। বিজেপি তাঁকে ব্যারাকপুরেই ফের প্রার্থী করে।

আরও পড়ুন। বর্ধমান শহরে জন্তুর হানায় আইনজীবীর মৃত্যু! পুলিশের দাবিকে ঘিরে প্রশ্ন হাইকোর্টে

বছর দুয়েক আগে, সিসি ক্যামেরা বসিয়ে তাঁর বাড়ির উপর নজরদারি করার অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও আদালতের দ্বারস্থ হন। সেই মামলা হাইকোর্ট নির্দেশ দেয়, সিসি ক্যামেরা লাগাতে হলে, শুভেন্দু অধিকারী যেখানে বলবেন সেইখানেই ক্যামেরা বসাতে হবে। পুলিশ তার নিজের ইচ্ছে মতো ক্যামেরা বসাতে পারবে না। এবার সেই একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন অর্জুন সিং।