DC vs KKR Live Streaming Info When and where to watch Delhi Capitals vs Kolkata Knight Riders IPL 2024 match

বিশাখাপত্তনম: দিন দুয়েক আগের কথা। বিশাখাপত্তনমে অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস (DC vs CSK)। বিশাখাপত্তনম এবারের আইপিএলে (IPL 2024) বেশ কয়েকটি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ। কিন্তু সেদিন মাঠে সিএসকে-র সমর্থনে গ্যালারিতে এমন হলুদ ঝড় দেখা গিয়েছিল যে, অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, ম্যাচটি ঋষভ পন্থদের (Rishabh Pant) হোম ম্যাচ তো?

সেই ম্যাচে অবশ্য মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রিকি পন্টিংয়ের (Ricky Ponting) প্রশিক্ষণাধীন দলের সেটিই ছিল এবারের আইপিএলে প্রথম জয়।

বুধবার ফের সেই মাঠেই নামছে দিল্লি ক্যাপিটালস। লড়াই এবার কলকাতা নাইট রাইডার্সের (DC vs KKR) সঙ্গে। যারা পরপর দুই ম্যাচ জিতে টগবগ করছে। দিল্লি শিবির অন্তত আশা করতে পারে যে, বুধবার তাদের সমর্থকদেরও দেখা যাবে গ্যালারিতে।

আইপিএলে (IPL) এখন দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচ মানেই অবধারিতভাবে দুভাগ হয়ে যান বাংলার ক্রিকেটপ্রেমীরা। ঠিক যেরকম হয়েছিল বছর দশেক আগের আইপিএলে। যখন পুণে ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন সৌরভ। আর শাহরুখ খানের কেকেআরের বিরুদ্ধে কড়া টক্কর দিয়েছিল সেই দল। এখন দিল্লি বনাম কেকেআর দ্বৈরথ মানেই ঘুরেফিরে শাহরুখ বনাম সৌরভ বা, কেকেআর বনাম বাংলা – এমন একটা তকমা তৈরি হয়ে যায়। কেকেআরে যে বাংলার একজন ক্রিকেটারও নেই, আর দিল্লি শিবিরে ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ ছাড়াও রয়েছেন মুকেশ কুমার, অভিষেক পোড়েলরা, তা মনে করিয়ে দেওয়া হয়। বুধবারের ম্যাচে কী হবে?

কাদের ম্যাচ

আইপিএলে বুধবার মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স

কোথায় খেলা

বিশাখাপত্তনমে অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে

কখন শুরু

ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০-এ। তার আধ ঘণ্টা আগে, সন্ধ্যা ৭টায় হবে টস

কোথায় দেখবেন

টিভিতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, হাতের স্মার্টফোনে দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার, জিও সিনেমা মোবাইল অ্যাপে                 

আরও পড়ুন: আইপিএলের ধাঁচে এবার বাংলাতেও বসছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের আসর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও দেখুন