IPL 2024 Lucknow Super Giants medium pacer Shivam Mavi out of IPL with injury

লখনউ: আইপিএলের (IPL 2024) দ্বিতীয় সপ্তাহে বিরাট ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস (LSG)। চোটের জন্য ছিটকে গেলেন দলের তরুণ পেসার।

ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সেও। এবারের আইপিএলে ছিলেন কে এল রাহুলদের দলে। সেই শিবম মাভি চোটের জন্য গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন।

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে লখনউ সুপার জায়ান্টস জানিয়েছে, গোটা টুর্নামেন্টেই আর খেলতে পারবেন না তরুণ পেসার। শিবম সেই ভিডিওতে নিজেই দিয়েছেন দুঃসংবাদ। যদিও কী চোট তাঁর লেগেছে বা চোটের ধরন নিয়ে কিছু বলেননি। লখনউ সুপার জায়ান্টসের পোস্ট করা ভিডিওতে শিবম বলেছেন, ‘টুর্নামেন্টটা খুব মিস করব। একটা চোট সারিয়ে এসেছিলাম। ভেবেছিলাম দলের হয়ে ম্যাচ কেলব এবং তাতে ভাল করব। কিন্তু দুর্ভাগ্যবশত, আমার একটা চোট লেগেছে এবং টুর্নামেন্ট ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে।’

শিবমের কী চোট লেগেছে? সেরে উঠতেই বা কতদিন সময় লাগবে? ধোঁয়াশা রয়েছে। লখনউ সুপার জায়ান্টসের পোস্ট করা ভিডিওতে শিবম বলেছেন, ‘মানসিকভাবে একজন ক্রিকেটারকে শক্তিশালী হতে হয়। চোট লাগলে কীভাবে মাঠে ফেরা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হয়। কী করতে হবে, সেটা নিয়েও ভাবতে হয়।’

গত বছরের অগাস্ট মাসে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন শিবম মাভি। তারপর থেকেই তিনি চোট সমস্যায় জর্জরিত। এবারের মিনি নিলামে তাঁকে ৬ কোটি ৪০ লক্ষ টাকার বিশাল দরে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে কোনও ম্যাচে খেলেননি মাভি। লখনউ সুপার জায়ান্টস তাঁর পরিবর্তে একাদশে জায়গা করে দিয়েছিল ময়ঙ্ক যাদবকে। আর অভিষেকেই হইচই ফেলে দিয়েছেন ময়ঙ্ক। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় বেলাইন হচ্ছে সব দল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেকে যিনি ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। যা এই আইপিএলের সর্বোচ্চ গতির ডেলিভারি। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও গতির আগুন ছুটিয়েছেন ময়ঙ্ক। তাঁর গতিতে পুড়ে ছারখার হয়েছে আরসিবিও। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকারও দাবিদার হয়ে উঠেছেন ময়ঙ্ক।

আপতত তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেই চার ম্যাচের মধ্যে কোনওটিতেই খেলেননি মাভি। তিনি বলেছেন, ‘আমাদের দারুণ দল। আমি দলের হয়ে গলা ফাটাব। আশা করছি আমরা জিতব।’ মাভির পরিবর্ত হিসাবে এখনও কারও নাম ঘোষণা করেনি এলএসজি। 

আরও পড়ুন: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের ডেরায় কেকেআরের পরীক্ষা, কোথায়-কখন দেখবেন ম্যাচ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন