Pushed from trian: কেরলে টিকিট পরীক্ষককে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল যাত্রী, মৃত্যু TTE-র

চলন্ত ট্রেন থেকে টিকিট পরীক্ষককে ধাক্কা মেরে ফেলে দিল এক যাত্রী। এরফলে মৃত্যু হল টিকিট পরীক্ষকের। মঙ্গলবার সন্ধ্যায় এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কেরলের ত্রিশুর জেলার ভেলাপপায়ায়। এর্নাকুলাম-পাটনা সুপারফাস্ট এক্সপ্রেস থেকে ওই টিকিট পরীক্ষককে ফেলে দেওয়া হয়েছে। মৃত টিকিট পরীক্ষকের নাম কে বিনোদ। ওই ট্রেনের অভিযুক্ত যাত্রী রজনীকান্ত মদ্যপ অবস্থায় ছিল। তাকে গ্রেফতার করেছে আরপিএফ। 

আরও পড়ুন: রিজার্ভেশন কোথায়? হাওড়াগামী ট্রেন থেকে যাত্রীকে ‘ফেলে দেন’ টিটিই, হাসপাতালে মৃত্যু

রেল সূত্রের খবর, অভিযুক্ত যাত্রী ওড়িশার বাসিন্দা। সে একজন পরিযায়ী শ্রমিক। ট্রেনে ওড়িশার বাড়ি ফিরছিল। তবে সাধারণ টিকিট নিয়ে ভ্রমণ করলেও ওই পরিযায়ী শ্রমিক সংরক্ষিত কামরা এস-১১’তে উঠে পড়ে। সেই সময় টিকিট পরীক্ষক তার টিকিট দেখতে চান। টিকিট দেখার পরেই যাত্রীকে সাধারণ কামরায় যেতে বলেন টিকিট পরীক্ষক। কিন্তু, সাধারণ কামরায় যেতে অস্বীকার করে ওই পরিযায়ী শ্রমিক। তখন দুজনের মধ্যে বচসা বাঁধে। এর পরেই ট্রেনের দরজা থেকে টিকিট পরীক্ষককে ধাক্কা মেরে ফেলে দেয় পরিযায়ী শ্রমিক। ঘটনায় তিনি রেল লাইনের উপর পড়ে যান। ঠিক সেই সময় একটি ট্রেন উলটো দিক থেকে আসে। তাতে কাটা পড়ে মৃত্যু হয় টিকিট পরীক্ষকের। ঘটনার পরপরই আরপিএফ তাকে গ্রেফতার করে। 

জানা যাচ্ছে, ওই পরিযায়ী শ্রমিক ত্রিশুর থেকে ট্রেনে উঠেছিল। সে মদ্যপ অবস্থায় ছিল। পরিযায়ী শ্রমিকের দাবি, টিকিট পরীক্ষক তার কাছে ১০০০ টাকা জরিমানা করেছিল৷ কিন্তু, তার কাছে এত টাকা ছিল না। শ্রমিকের দাবি, সে ত্রিশুর জেলার কুন্নামকুলামের একজন হোটেল কর্মী। বিনোদের সহকর্মী জানান, তিনি এখন ভালো মানুষ ছিলেন। তিনি তাঁকে ২০০৯ সাল থেকে চেনেন। 

জানা গিয়েছে, টিকিট পরীক্ষকের পাশাপাশি বিনোদ একজন অভিনেতা। একাধিক মালায়লাম ছবিতে ছোট ছোট চরিত্রের অভিনয় করতেন। মালায়ালাম চলচ্চিত্র প্রযোজক সান্দ্রা থমাস জানান, তাঁর একটি ছবিতে ছোট ভূমিকা অভিনয় করেছিলেন বিনোদ। প্রায় মাসখানেক আগে ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য তাঁকে তিনি ফোন করেছিলেন। তখন বিনোদ তাঁকে একটি ভূমিকা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

পারিবারিক সূত্রের খবর, বিনোদ ৩ মাস আগে এর্নাকুলাম জেলার মঞ্জুমালে একটি নতুন বাড়ি তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। এই মর্মান্তিক ঘটনায় হতবাক এলাকার মানুষজন। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিনোদের পরিবারের সদস্যরা।