Dilip Ghosh: ‘এখনও দাদাগিরি শুরু করিনি, সব সিধে হয়ে যাবে’ মন্তব্যে ফের বিতর্কে দিলীপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। কিন্তু, তারপরেও থামার নাম নেই। আবারও উত্তপ্ত বাক্য প্রয়োগ করলেন দিলীপ ঘোষ। তিনি এবার বলেছেন, তিনি এখনও দাদাগিরি শুরু করেননি। আর দিলীপের সেই মন্তব্যকে ঘিরে ফের শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। 

আরও পড়ুন: ‘‌ঝড় হলেই টিএমসির পোয়াবারো, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে’‌, বেলাগাম দিলীপ

বৃহস্পতিবার সকালে বর্ধমান-১ ব্লকের রায়ান গ্রামে এদিন প্রথমে প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ। এরপর বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী গ্রামের শিব মন্দির দর্শন করেন। তারপরই চা-চক্রে যোগ দিয়ে জনসংযোগ সেরে নেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখনও দাদাগিরি শুরুই করিনি। ওরা এখন টুকঠাক করছে। যেদিন একটা ঘা মারব না! কামারের ঘা ওরা দেখেনি। সিধা হয়ে যাবে সব।’ দিলীপের এই মন্তব্যের পরেই হাততালি দিতে থাকেন সেখানে উপস্থিত বিজেপির নেতা কর্মীরা।

দিলীপ আরও বলেন, ‘যখন সভা করব তখন তৃণমূল দম নিতে পারবে না। ওদের প্রার্থীদের কেউ তারা করলে, মার খেলে মন্দিরে যাবে।’ তৃণমূল প্রার্থীদের উদ্দেশ্যে দিলীপের পরামর্শ, ‘ঠাকুরের পায়ে পড়তে হলে আগেই ঠাকুরের পায়ে পড়ুন। তাহলে মার খেতে হবে না। পিঠে মারের দাগ নিয়ে আর ঠাকুরের কাছে গিয়ে কি হবে।’ দিলীপের কথায়, ‘যারা মানুষের কাছে যেতে ভয় পায়, মন্দিরে যেতে যারা ভয় পায় যাদের মানুষ চোর, কাটমানি খোর বলে চেনে। তাদের মন্দিরে ঢুকতেই দেবে না কেউ। আমরা তো মন্দির তৈরি করি, আমরা মন্দিরে যাবো না তো চোরেরা যাবে।’ 

দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেন, এখন ওঁর দলের লোক ওঁকে দাদাগিরি করার সুযোগ দিচ্ছে না তাই হয়তো দলের কাউকে উদ্দেশ্যে করেই একথা বলেছেন। কারণ এখন ওঁর দলের অনেকেই দাদাগিরি করছে। তাই উনি এরকম বলতে পারেন।

অন্যদিকে, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন। তাঁর অবস্থা ছেড়া কাঁথার মতো। এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেঁটে যাচ্ছে। যখন তিনি জঙ্গলমহল সফর করেন তখন উত্তরবঙ্গে ঝাঁমেলা লেগে যাচ্ছে, উত্তরবঙ্গে সফরে গেলে আবার রাঢ়বঙ্গে ঝামেলা বেঁধে যাচ্ছে। তিনি এখন মহামুশকিলে পড়েছেন।’