IPL 2024 GT vs PBKS Innings Highlights Shubman Gill half century Gujarat Titans gave target of 200 runs against Punjab Kings at Ahmedabad

আমদাবাদ: আইপিএলে (IPL 2024) গুরুদায়িত্ব তাঁর কাঁধে। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেওয়ার পর তাঁকেই দলের অধিনায়ক ঘোষণা করেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। নেতৃত্বের চাপ তাঁর ব্যাটিংয়ে পড়ছে কি না, তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল আলোচনা।

তিনি নিজে যেটা সবচেয়ে ভাল পারেন, সেই ব্যাট হাতেই সব সমালোচনা ওড়ালেন শুভমন গিল (Shubman Gill)। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে দলের রক্ষাকর্তা হয়ে উঠলেন ক্যাপ্টেন গিলই। ৪৮ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। যে ইনিংস সাজানো ৬টি চার ও চারটি ছক্কায়।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংসের (GT vs PBKS) অধিনায়ক শিখর ধবন। তাঁর দলের সামনেও এটা হারের হ্যাটট্রিক সামলানোর চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে ঘরের মাঠে জিতেছিল পাঞ্জাব কিংস। মনে করা হয়েছিল, ট্রফি খরা কাটাতে মরিয়া প্রীতি জিন্টার দল এবার নতুন উদ্যমে টুর্নামেন্ট শুরু করেছে। কিন্তু তারপর পরপর দুই অ্যাওয়ে ম্যাচে হেরেছে পাঞ্জাব কিংস। বৃহস্পতিবার গুজরাতের কাছে হার মানে পরাজয়ের হ্যাটট্রিক। যা রুখতে মরিয়া ধবন, অর্শদীপরা। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে ধবন বলেছিলেন, ‘উইকেট পরের দিকে ব্যাটিংয়ের জন্য আরও ভাল হয়ে উঠবে। শুরুর দিকে বোলাররা সাহায্য পেতে পারে।’

ইনিংসের তৃতীয় ওভারে যখন ঋদ্ধিমান সাহাকে তুলে নিলেন কাগিসো রাবাডা, এবং একবার আম্পায়ার আউট দেওয়ার পরেও ডিআরএস নিয়ে প্রাণরক্ষা পেয়ে মাত্র ১১ রান করে ফিরলেন বাংলার উইকেটকিপার, মনে হয়েছিল, পাঞ্জাব বোলারদের শাসন চলবে ম্যাচে। তিন নম্বরে নেমে কেন উইলিয়ামসনও সতর্ক ব্যাটিং করলেন। ২২ বলে ২৬ রান করে ফিরলেন কিউয়ি তারকা।

আর তারপরই যেন স্বমূর্তি ধরলেন গিল। সঙ্গত করলেন সাই সুদর্শন। ৬টি চার মেরে ১৯ বলে ৩৩ রান করে গেলেন সুদর্শন। ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন গিল। বিজয় শঙ্কর রান পাননি। ১০ বলে ৮ রান করে ফেরেন রাবাডার বলে। তবে গিলের সঙ্গে আগ্রাসী ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া। মাত্র ৮ বলে ২৩ রান করলেন। ২০ ওভারে গুজরাত টাইটান্স তুলল ১৯৯/৪।

রাবাডা ২ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করলেন ৪৪ রান। অর্শদীপ সিংহ ৪ ওভারে ৩৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। পরীক্ষা এবার ধবন, জনি বেয়ারস্টোদের।

আরও পড়ুন: কেকেআরকে হারিয়ে দিতে পারত দিল্লি, পন্থের ভুলের খেসারত দিতে হল গোটা দলকে?

আরও দেখুন