গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত করবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত করার কোনও পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। শুক্রবার (৫ এপ্রিল) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ফোনালাপে ঘটনাটির তদন্তে উঠে আসা ফলাফল প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন।

সোমবার রাতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিনটি গাড়িতে ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্রিটেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও কানাডা-যুক্তরাষ্ট্রের একজন দ্বৈত নাগরিক ছিলেন। এই ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার তদন্তের ভিত্তিতে দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। একই সঙ্গে সিনিয়র কমান্ডারদের আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। 

তদন্তের ফল প্রকাশের পর ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন স্বাধীন কমিশন দিয়ে ঘটনাটি তদন্তের দাবি করেছে।