Alcohol Use By Pregnant Woman May Lead To Birth Defect In Babies In Bengali

কলকাতা: মদ্যপানের অভ্যাস থেকে ক্ষতি হতে পারে আগামী প্রজন্মের। হবু মায়ের এই অভ্যাসের জেরে গর্ভস্থ ভ্রুণের শরীরে নানা সমস্য়া দেখা দিতে পারে। এমনকি জন্মের সময় অঙ্গ বিকল হওয়ার লক্ষণও ফুটে উঠতে পারে। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানানো হয়েছে। 

অ্যালকোহল ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত ওই গবেষণায় দেখা গিয়েছে, গর্ভবতী মহিলাদের এই অভ্যাসের জেরে আগামী প্রজন্ম বড় বিপদের সম্মুখীন হচ্ছে।  এই প্রসঙ্গে গবেষণাটির মুখ্য গবেষক বাখিভেরা সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, ছেলে শিশুদের মধ্যে এই ঝুঁকির আশঙ্কা বেশি। অন্যদিকে মেয়ে শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদে এই সমস্যা প্রকট হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

মদ্যপানের হারের সঙ্গে জড়িয়ে আগামী প্রজন্মের ঝুঁকি

মদ্যপানের হারের সঙ্গে এটি সংযুক্ত থাকতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। দেখা গিয়েছে, বেশি মদ্যপান যারা করেন, তাদের ক্ষেত্রে আগামী প্রজন্মের শিশুদের শরীরে অঙ্গবৈকল্যের আশঙ্কা বেশি। অন্যদিকে কম মদ্যপান করেন যারা, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি কম বলেই জানিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, কম মদ্যপান করাই যায়, এমন ধারণা অনেকেই পোষণ করেন। কিন্তু আদতে তা ভুল বলেই জানিয়েছে গবেষণা। বরং খুব অল্প পরিমাণ অ্যালকোহল পান করলেও শিশুর রোগের ঝুঁকি থেকে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

কী কী সমস্যা দেখা দিতে পারে ?

আগামী প্রজন্মের মধ্যে যে যে সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হল –

  • সময়ের আগে শিশুর জন্ম অর্থাৎ প্রিম্যাচিউর বেবি বা প্রিটার্ম ডেলিভারি। প্রিটার্ম ডেলিভারি হলে শিশুর শরীর ঠিকমতো পরিনত হয় না। প্রতিটি অঙ্গ ঠিকমতো পরিনত হয় না। এর ফলে পরবর্তীকালে শিশুর শারীরিক সমস্যার ঝুঁকি বেশি থাকে।
  • এছাড়াও, শিশুর বৃদ্ধি ব্য়াহত হতে পারে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে বয়সে যতটা বড় হওয়ার কথা, একটি শিশু ততটা বড় নাও হতে পারে। যা শিশুকে সামাজিকভাবে ও নিজের জীবনে নানা সমস্যার সম্মুখীন করতে পারে।
  • এছাড়াও, শিশুর মধ্য়ে নিউরোলজিক্যাল সমস্যা অর্থাৎ স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। যা ব্রেনের বড় সমস্যার কারণ হতে পারে। পাশাপাশি মানসিক সমস্যার কারণ হওয়াও অস্বাভাবিক নয়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন – 
Health Tips: হাতের লেখা বলে দেয় মনের কথা, কীভাবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন