History in favor of Chennai Super Kings as they face Sunrisers Hyderabad find when and Where to watch

হায়দরাবাদ: আজ আইপিএলের মঞ্চে (IPL 2024) দক্ষিণী ডার্বিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দুই দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল। তাই উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। দুই দলেই রয়েছেন তারকা ক্রিকেটার থেকে বিশ্বজয়ী অধিনায়ক। ফলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।  

কাদের ম্যাচ?

আজ আইপিএলের ১৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।

কোথায় খেলা?

ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে।

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সাতটায় টস হবে।

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই ম্যাচ।

হেড-টু-হেড

দুই দলের মুখোমুখি লড়াইয়ে চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে। সানরাইজার্স এবং সিএসকে মোট ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সানরাইজার্স সেখানে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে। ১৫টি ম্যাচেই জয় পেয়েছে চেন্নাইয়ের হলুদ ব্রিগেড। মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক রান করা হোক বা উইকেট নেওয়া, সবক্ষেত্রেই সিএসকে তারকাদের দাপট। এই লড়াইয়ে ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়না সর্বাধিক ৪৩৪ রান করেছেন। অবশ্য রায়নার থেকে ১০ রান পিছিয়ে থাকা মহেন্দ্র সিংহ ধোনি এই ম্যাচেই তাঁকে পিছনে ফেলে দিতে পারেন। সর্বাধিক ২০টি উইকেট নেওয়ার কৃতিত্ব ডোয়েন ব্র্যাভোর দখলে। তাঁর আশেপাশেও অবশ্য কেউ নেই। তাই তাঁর রেকর্ড অক্ষতই থাকবে।

পিচ পরিস্থিতি ও পরিবেশ

হায়দরাবাদের এই মাঠেই গত ম্যাচে আইপিএলের সর্বকালীন রেকর্ড ২৭৭ রান উঠেছিল। এই ম্যাচও কিন্তু ওই পিচেই খেলা হবে। সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেত্তোরি কিন্তু আগেভাগেই বড় রানের পূর্বাভাস দিয়ে রেখেছেন। তাই আজ হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ার কোনওরকম পূর্বাভাস নেই। তাই ৪০ ওভারের ম্যাচ হবে বলে আশা করাই যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সানরাইজার্স-সিএসকে ম্যাচের আগেই দুর্ভোগ, কাটা হল মাঠের বিদ্যুৎ

আরও দেখুন