Indigo Pilot Viral Video:’ছোটবেলায় ওঁর TVS50 তে চড়েছি’, দাদুকে প্রথমবার বিমান সফরে নিয়ে ‘পাইলট’ নাতি যা বললেন…

ভিডিয়ো বন্দি দৃশ্য ছুঁয়ে গিয়েছে অনেকের মন। বিমানে একদিকে নাতি, অন্যদিকে দাদু। দাদু বসে রয়েছেন যাত্রীর আসনে। আর নাতি কিছুক্ষণ পর বসতে যাচ্ছেন পাইলটের আসনে। এককালে এই নাতিকে নিজের টিভিএস ৫০ মপেটে নিয়ে ছোটবেলায় ঘুরে বেরিয়েছেন দাদু। এবার নাতির পালা! আর নাতি তাঁর দাদুকে সোজা বিমানের সফর করাতে নিয়ে এসেছেন। যে বিমান সফর দাদুর জীবনে প্রথমবার। এমন মন ছোঁয়া দৃশ্য খুব কমই দেখতে পাওয়া যায়! আর সেই দৃশ্যই উঠে এল এক ভাইরাল ভিডিয়োয়।

ইন্ডিগোর এই বিমান যাচ্ছিল কোয়েম্বাটুর থেকে চেন্নাইতে। সেখানেই বিমানের পাইলট ঘোষণা করেন যে, বিমানে রয়েছেন তাঁর মা ও দাদু, দিদা। এই ঘটনা পাইলট প্রদীপ কৃষ্ণানের। তিনি নিজের বিমানের সফরের নানান দিক নিয়ে প্রায়ই ইনস্টাগ্রামে পোস্ট করেন। তেমনই একটি পোস্ট এদিন করেছেন প্রদীপ কৃষ্ণান। তবে এদিনের পোস্ট বাকি দিনগুলির চেয়ে আলাদা। সেখানে তিনি চেন্নাইমুখী বিমানে তাঁর আত্মীয়দের সফরের কথা সকল যাত্রীদের সঙ্গে শেয়ার করেন। কৃষ্ণান যখন বলছেন, তখন বিমানের যাত্রী আসনে বসে আবেগে ভাসছেন তাঁর পরিবারের সকলে। তামিল আর ইংরেজি মিশিয়ে কৃষ্ণান বলছেন, ‘আমি ঘোষণা করতে পেরে খুব খুশি যে আমার পরিবার আমার সাথে ভ্রমণ করছে। আমার দাদু, দিদা,মা বসে আছেন ২৯ তম সারিতে। আমার দাদাু আজ প্রথমবারের মতো আমার সাথে বিমানে সফর করছেন।’ এই ঘোষণা করতেই সঙ্গে সঙ্গে তাঁর দাদু করজোড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন। বিমান ততক্ষণে করতালিতে ফেটে পড়ছে। পাইলট প্রদীপ কৃষ্ণানের মা তখন চোখ মুছছেন। একদিকে নাতিকে নিয়ে গর্বের আনন্দ দাদুর মনে, অন্যদিকে, দাদুকে তাঁর প্রথম বিমান সফরে নিয়ে এসে তৃপ্তির হাসি নাতির মুখে। এই দৃশ্য বহু ভারতীয় নেটিজেনের মন ছুঁয়ে গিয়েছে।

(Modi on Destroying Enemy: ‘নতুন ভারত শত্রুর ঘরে ঢোকে আর তাদের মারে’, পাকিস্তানে ২০ হত্যা ঘিরে চর্চার মাঝেই বার্তা মোদীর )

প্রদীপ কৃষ্ণান বলছেন, ‘ওঁর TVS50 এর পিছনের সিটে অনেকবার ভ্রমণ করেছি, এখন আমার তাঁকে আমার ঘোরানোর দেওয়ার পালা।’ ছোটবেলায় দাদুর টিভিএস ৫০ মপেটে চড়ে ঘোরার সেই দিনগুলি আজও ভুলতে পারেননি প্রদীপ। সে অভিজ্ঞতা অমূল্য। আর নাতি এবার দাদুর মনের ইচ্ছা পূরণ করে দাদুকে ঘোরালেন আকাশপথের বিমান সফরে। প্রদীপ বলছেন, ‘নিজের পরিবার আর বন্ধুদের নিয়ে বিমান সফর প্রতিটি পাইলটের স্বপ্ন।’ আর তিনি সেই স্বপ্ন পূরণ করে খুশি।