IPL 2024 SRH vs CSK Match Highlights Sunrisers Hyderabad defeated MS Dhoni Chennai Super Kings by 6 wickets at Hyderabad

হায়দরাবাদ: গ্যালারিতে বসেছিলেন সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। পাশে মেয়ে জীভা। বাবা এখন আর দলের অধিনায়ক নেই। তাতে কী হয়েছে, চেন্নাই সুপার কিংসের জয়ের প্রার্থনা করছিল যেন একরত্তিও।

পারলেন না মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ব্যাটে কিছু করে দেখানোর সুযোগ পাননি। মাত্র ২ বলে খেলেন। ১ রানে অপরাজিত ছিলেন। ধোনির ব্যাটিংয়ের সেভাবে সুযোগ না পাওয়ার রাতে নিষ্প্রভ রইল তাঁর দল চেন্নাই সুপার কিংসও (Chennai Super Kings)। সানরাইজার্স হায়দারাবাদের (Sunrisers Hyderabad) কাছে ৬ উইকেটে ম্যাচ হারল সিএসকে। টানা দু’ম্যাচ হেরে কিছুটা চাপে রইল সিএসকে। অন্যদিকে, আগের ম্যাচের পরাজয়ের স্মৃতি ভুলে ঘুলে দাঁড়াল হায়দরাবাদ। গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন করে অক্সিজেন পেয়ে গেলেন প্যাট কামিন্সরা।

আইপিএলে (IPL 2024) সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস দ্বৈরথকে বলা হয় দক্ষিণের ডার্বি। একদিকে নিজামের শহর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। অন্যদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে শুক্রবার এই ম্যাচকে ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। কারণ, বছরের এই একটা সময়ই ব্যাট হাতে দেখা মেলে ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে এখনও খেলে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য অনুরাগীরাও মুখিয়ে থাকেন, সিএসকে জার্সিতে ব্যাট হাতে কী ম্যাজিক দেখাবেন মাহি।

শুক্রবার অবশ্য ধোনি নামলেন যখন, চেন্নাই সুপার কিংস ইনিংসে মাত্র ৩ বল বাকি। তবু থালাকে নিয়ে উন্মাদনা। গ্যালারি চিৎকার শুরু করল। প্ল্যাকার্ড তুলে ধরা হল, ‘অভি না যাও ছোড়কে, ইয়ে দিল অভি ভরা নহী…’। সঙ্গে মোবাইল ফোনের ফ্ল্যাশবাল্ব জ্বলে উঠল। ধোনি খেললেন মাত্র ২ বল। ১ রান করে অপরাজিত রইলেন। সিএসকে জার্সিতে ঝড় তুললেন একমাত্র শিবম মাভি। ২৪ বলে ৪৫ রান করলেন তিনি। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস আটকে গিয়েছিল ১৬৫/৫ স্কোরে।

জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের ব্যাটের ঝড়ে মাত্র ১৬ বলে ৪৬ রান তুলে ফেলেছিল হায়দরাবাদ। ৩৬ বলে ৫০ করেন মারক্রাম। ১১ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ হায়দরাবাদের।

আরও পড়ুন: কেকেআরের ড্রেসিংরুমে বরুণ-নারাইনদের সঙ্গে খুনসুটি শাহরুখের, কী বললেন বাজিগর?

আরও দেখুন