IPL 2024: West Bengal Police social media post viral share MS Dhoni practice video to aware citizen get to know

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কড়া টক্কর কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের। এর আগে বিভিন্ন সময়ে আইপিএলের বিভিন্ন মুহূর্তের সঙ্গে সামঞ্জস্য রেখএ মিম বানিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে (Kolkata Police)। এবার সেই একই পথে হাঁটল রাজ্য পুলিশও। আর ঢাল হিসেবে তারা ব্য়বহার করল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) প্র্যাক্টিসের একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে যে সিএসকের অনুশীলনের মাঝে অন্যান্য ক্রিকেটাররা খোশমেজাজে আড্ডা দিচ্ছেন, অন্য়দিকে কিপিংয়ের অনুশীলনে মগ্ন তখন এমএসডি। সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাজ্য পুলিশের বার্তা সাধারণ মানুষকে যে গাড়ি চালানোর সময় ফোনে কথা নয়, ফোকাস যেন ধোনির মত হয়। অর্থাৎ ধোনি যেভাবে অনুশীলনে ফোকাস রেখেছেন বলের ওপর। সেভাবেই যেন কানে ফোন দিয়ে গাড়ি চালিয়ে অন্যমনস্ক হলেই যে বিপদ বাড়বে, সে কথাই মনে করিয়ে দিতে চায় রাজ্য পুলিশ। 

“>

এদিকে শুক্রবার চেন্নাই সুপার কিংস মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স মাঠে নেমেছে সিএসকের বিরুদ্ধে। নিজেদের শেষ ম্য়াচে চেন্নাই দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। অন্য়দিকে সানরাইজার্সকে হারিয়ে দিয়েছিল গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত দু দল মোট ২০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে পাঁচটি ম্য়াচে সানরাইজার্স জয় ছিনিয়ে নিয়েছে। এছাড়া বাকি ১৫ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে এম এস ধোনির দল। অর্থাৎ বলাই যায় যে পাল্লা ভারী শুক্রবারও সানরাইজার্সের। তবে চলতি মরশুমে হায়দরাবাদ মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ রান বোর্ডে তুলে ফেলেছিল। ব্যাটিং লাইন আপ ভীষণই শক্তিশালী। মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক রান করা হোক বা উইকেট নেওয়া, সবক্ষেত্রেই সিএসকে তারকাদের দাপট। এই লড়াইয়ে ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়না সর্বাধিক ৪৩৪ রান করেছেন। অবশ্য রায়নার থেকে ১০ রান পিছিয়ে থাকা মহেন্দ্র সিংহ ধোনি এই ম্যাচেই তাঁকে পিছনে ফেলে দিতে পারেন। সর্বাধিক ২০টি উইকেট নেওয়ার কৃতিত্ব ডোয়েন ব্র্যাভোর দখলে। তাঁর আশেপাশেও অবশ্য কেউ নেই। তাই তাঁর রেকর্ড অক্ষতই থাকবে।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস তিন নম্বরে রয়েছে। অন্য়দিকে সানরাইজার্স হায়দরাবাদ সাত নম্বরে রয়েছে। ইতিহাস সিএসকের হয়ে কথা বললেও প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দরাবাদ চাইবে এই ম্য়াচে নিজেদের জয় ছিনিয়ে নিতে। পয়েন্ট টেবিলেও আরও একটু ওপরের দিকে উঠতে।

আরও দেখুন