Know How Handwriting Can Say One’s Personality Bengali

কলকাতা: মনের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ…। রবীন্দ্রনাথের এই গানের মতো মনের কথা মুখে না বললেও নানাভাবে প্রকাশ পায়। আমাদের কাজেকর্মে, হাবেভাবে মনের কথা প্রকাশ পায়। তেমনই মনের কথা প্রকাশ পায় আমাদের হাতের লেখায়। হাতের লেখার মারপ্যাঁচ, ধরনধারন বলে দেয় মন কেমনের কথা। 

গ্রাফোলজিতে মনের ঠিকানা 

হাতের লেখা দেখে মনের খোঁজখবর করার এই প্রয়াসকে গ্রাফোলজি বলা হয়। মনোবিদরা এই পদ্ধতিতে একজনকে চিনতে চেষ্টা করেন। একজনের হাতের লেখা তার মনের অনেকটা খোঁজখবর দেয়। হাতের বিভিন্ন ভাগ ও ধরন দেখে এমন পাঁচ হাজার রকমের আলাদা আলাদা ব্যক্তিত্বকে চেনা যায়। বিশদে দেখে নেওয়া যাক এই বিষয়টি।

অক্ষরের আকার 

  • অক্ষরের আকার বড় হলে একজন বেশি প্রেমকামী হন। এছাড়াও, খোলামনের স্বভাব হয় তাঁর। মনে কথা না রেখে বলে ফেলাই শ্রেয় মনে করেন তিনি।
  • মাঝারি অক্ষর হলে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন। অ্যাডজাস্ট করতে ভালবাসেন।
  • ছোট অক্ষর হলে একজন লাজুক হন, মনোযোগী হন। আবার কোনও কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মানসিকতাও থাকতে পারে তার।

লেখার মাঝে ফাঁক 

  • শব্দের মাঝে ফাঁক বেশি হলে ওই ব্যক্তি স্বাধীনতাকামী হন। তিনি খুব বেশি উচ্ছ্বসিত হন না। ভিড়ভাট্টা পছন্দ করেন না।
  • শব্দের মাঝে ফাঁক কম হলে ব্যক্তি একা থাকতে স্বচ্ছন্দ বোধ করেন না। বরং ভিড়ের মধ্যে মিশে থাকতেই বেশি ভালবাসেন।

লেখা হেলানো হলে

  • লেখা বামদিকে হেলানো হলে একজন নিজের মতোই থাকতে ভালবাসেন। সাধারণত নেপথ্যে থেকেই কাজ করতে ভাল লাগে তার।
  • লেখা ডানদিকে হেলানো হলে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে ভালবাসেন একজন। এছাড়াও, নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতে ভালবাসেন তিনি।
  • লেখা কোনও দিকেই হেলানো নয়, এমন ব্যক্তিরা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেন। পাশাপাশি লজিক্যাল বা প্র্যাক্টিক্যাল হন তারা।

অক্ষরের চেহারা

  • অক্ষর গোল গোল হলে একজন সৃজনশীল মানসিকতার হন।
  • অক্ষর কিছুটা পয়েন্টেড হলে একজন আগ্রাসী মানসিকতার হন। পাশাপাশি প্রচন্ড বুদ্ধিমান, কৌতুহল দেখা যায় তার।
  • অক্ষরের মধ্যে যোগ থাকলে ব্যক্তি যুক্তিবাদী হন, প্রচন্ড নিয়ম মেনে চলতে পছন্দ করেন।

এছাড়াও, আরও বেশ কিছু দিক রয়েছে হাতের লেখা দেখে মানুষ চেনার। সেগুলির ভিত্তিতে একজনের মানসিকতার অনেকটা আঁচ পাওয়া যায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন – Health Tips: সামনের দিকে ঝুঁকে কাজ করে ঘাড়ে ব্যথা ? অভ্যাস পাল্টান ৩ ঘরোয়া উপায়ে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন