NIA investigation in Mayna Murder: ময়নায় BJP কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার হত্যাকাণ্ডের তদন্তে NIA তদন্তের নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার তদন্তভার হাতে নিতে গড়িমসির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি জয় সেনগুপ্ত। ১৫ দিনের মধ্যে NIAকে তদন্তভার হাতে নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: কত আয় করেন সুকান্ত মজুমদার? কত টাকার গাড়ি! সম্পত্তি কি বিরাট? সবটা জেনে নিন

গত বছর মে মাসে খুন হন ময়নার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া। বোমা মারতে মারতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে তৃণমূল কর্মীরা খুন করে বলে অভিযোগ। সেই ঘটনায় গত ১ ফেব্রুয়ারি NIAকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার পর মাস ঘুরলেও এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোনও পদক্ষেপ করেনি। শুক্রবার মামলাটি ফের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠলে তিনি বলেন, ‘আদালতের নির্দেশের পরেও স্বরাষ্ট্র মন্ত্রক এব্যাপারে গা করছে না এটা দুর্ভাগ্যের। আইনজীবীরা স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছেন। অতিরিক্ত সলিসিটর জেনারেলকে চিঠি দেওয়া হয়েছে। তাও NIA তদন্তভার হাতে নেয়নি।’

এর পরই বিচারপতি বলেন, ১৫ দিনের মধ্যে এই ঘটনার তদন্তভার হাতে নিতে হবে NIAকে। আগামী ২৪ এপ্রিল রিপোর্ট দিয়ে এব্যাপারে আদালতকে জানাতে হবে তাদের। এই নিয়ে চলতি সপ্তাহে ২টি ঘটনায় সরাসরি NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: এল নিনোর প্রভাবে সীমা ছাড়াবে তাপপ্রবাহ! প্রাণ বাঁচাতে বড় নির্দেশিকা জারি কেন্দ্রের

গত বছর মে মাসে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয় বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এলাকায় একনিষ্ঠ বিজেপি কর্মী বলে পরিচিত বিজয়বাবুর স্ত্রী জানান, স্বামীকে বোমা মারতে মারতে তুলে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। তাদের পায়ে ধরে স্বামীর প্রাণভিক্ষা করেন তিনি। তবু তাঁকে ছাড়েনি দুষ্কৃতীরা। পরদিন স্থানীয় পুকুর পাড়ে তাঁর দেহ পাওয়া যায়। দেহে ছিল একাধিক আঘাতের দাগ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় সংস্থার তদন্তের আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আদালতে রাজ্য সরকার জানায় গুলি করে খুন করা হয়েছে বিয়কৃষ্ণ ভুঁইয়াকে। এর পর তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। পরিবারকে ৪ সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ।