,Rajiv Gandhi International Stadium power cut ahead of SRH vs CSK IPL 2024 match

হায়দরাবাদ: আজ হায়দরাবাদের উপ্পলের রাজীব গাঁধী স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস (SRH vs CSK) একে অপরের মুখোমুখি হতে চলেছে। কিন্তু সেই ম্যাচের শুরু হওয়ার আগেই বিপদ। কাটা হল মাঠের বিদ্যুৎ পরিষেবা।

রাজীব গাঁধী স্টেডিয়ামে আজও মেগা টুর্নামেন্টে মহেন্দ্র সিংহ ধোনি, প্যাট কামিন্স, রুতুরাজ গায়কোয়াড়, ট্র্যাভিস হেডরা ম্যাচ খেলতে মাঠে নামবেন। কিন্তু দীর্ঘদিন ধরে মাঠের বিদ্যুতের বিল মেটানো হয়নি। বকেয়া বাড়তে বাড়তে ঠেকেছে ১.৬ কোটি টাকায়। এই বিরাট বকেয়ার জেরেই তেলঙ্গানা পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট মাঠের বিদ্যুৎ পরিষেবা কেটে দেয়। তেলঙ্গানা বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এই বকেয়া বিদ্যুৎ বিল সম্পর্কে নোটিস পাঠানো হলেও, তারা তাতে ভ্রুক্ষেপ তো দেনইনি, উপরন্তু হাইকোর্টের কাছে এই সংক্রান্ত মামলা করে বাড়তি সময়ও চেয়ে নেওয়ার চেষ্টা করে।

উক্ত কর্মকর্তা জানান, ‘সাধারণ জনগণ যদি বিদ্যুতের বিল মেটাতে দেরি করেন, তাহলে এক মাসের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়। তাহলে ঠিক কোন ভিত্তিতে উচ্চ দরের গ্রাহক যারা প্রচুর ব্যবসা করার পরেও ১.৬৩ কোটি টাকার বিল বকেয়া রেখেছে, তাদের রেয়াত করা হবে? সেই কারণেই বিদ্যুৎ পরিষেবা কেটে দেওয়া হয়েছে।’ তবে বিদ্যুৎ পরিষেবা কেটে দেওয়া হলেও, জেনারেটরের সুবাদে দুই দলের মাঠে অনুশীলন করতে কোনওরকম সমস্যা হয়নি।

বিদ্যুৎ কেটে দেওয়া হলেও সানরাইজার্স বনাম সিএসকের ম্যাচ আয়োজনে তা কোনওরকম বাধা সৃষ্টি করবে না বলেই বোর্ডের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:  সেনাবাহিনীর নির্দেশ অমান্য করেই চলছিল কাজ, ভাঙা হল ইস্টবেঙ্গলের অস্থায়ী নির্মাণ 

আরও দেখুন