Rohit Sharma-Hardik Pandya: জামনগরে বর্তমান-প্রাক্তন! অনেক প্রশ্নের উত্তর এক ভিডিয়োতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অতীতের গরিমা ও বর্তমান পরিস্থিতি একেবারে দুই ভিন্ন মেরুতে! দশ দলীয় আইপিএলে (IPL 2024) হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) অ্য়ান্ড কোং এখন সবার নীচে। টানা তিন ম্য়াচ হেরে ধুঁকছে পাঁচবারের চ্য়াম্পিয়নরা। নেট রানরেট -১.৪২৩! এখনও আইপিএলে খাতা খুলতে পারেনি এমআই! এসবের মাঝেই নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে বাজারে একাধিক মুচমুচে খবর ঘুরছে। অনেকের মতে এই দলের মধ্য়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কেউ বলছেন যে, ফের নাকি রোহিত শর্মার (Rohit Sharma) হাতে তুলে দেওয়া হবে দলের দায়িত্ব। কারণ হার্দিক ও রোহিতের মধ্য়ে ক্রমেই দূরত্ব বাড়ছে। 

আরও পড়ুন: Shashank Singh | GT vs PBKS | IPL 2024: প্রীতিদের ‘ভুল’ই প্রমাণিত হল নির্ভুল! আলোচনায় এখন শশাঙ্ক সিং

এসবের মাঝেই মুম্বই ফ্র্যাঞ্চাইজি টিমকে, ক্রিকেট থেকে দূরে রাখতে নিয়ে গিয়েছিল জামনগরে। সেখানে টিম মূলত অ্যাকোয়া অ্যাকটিভিটিতে অংশ নিল। রাতে রাখা হয়েছিল ডিনার পার্টি। সেখানে খাওয়াদাওয়া ও গানবাজনায় মাতলেন হার্দিকরা। তবে জামনগরে হার্দিক ও রোহিতের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, হাসি মুখে একে অপরকে আলিঙ্গনে ভরিয়ে দিয়েছেন। তাঁদের মুখের ভাষাই বলে দিচ্ছে যে, কোথাও কোনও দূরত্ব নেই। তাঁরা সতীর্থ ছিলেন আর সতীর্থই আছেন এবং থাকবেনও। 

ভারতীয় দলের ক্রিকেটারদের যেখানে ভক্তরা মাথায় তুলে রাখেন, সেখানে হার্দিকই একমাত্র চরিত্র, যাকে সুযোগ পেলেই অনুরাগীরা তেড়ে গালি দেন। হার্দিকের ফ্ল্য়ামবয়েন্সি, নিজেকে বাড়তি কিছু ভাবা বা দেখানোর প্রচণ্ড তাগিদও অনেকে মেনে নিতে পারেন না। এর সঙ্গেই মিশেছে তাঁর চোট প্রবণতা। মাঠে কম রিহ্যাবে থাকেন বেশি। এহেন বরোদার তারকা অলরাউন্ডারকে সম্প্রতি যেন মেনেই নিতে পারছেন না বহু সমর্থক। তার নেপথ্য়ে একটাই কারণ। যা রীতিমতো জোরাল এবং আবেগি! 

কী সেই কারণ? মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের পাঁচবারের আইপিএল চ্য়াম্পিয়ন ক্য়াপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছে! যা কিছুতেই মেনে নিতে পারছেন না হাজার হাজার সমর্থক। কারণ রোহিতের সঙ্গে হার্দিকের কোনও তুলনাই চলে না। রোহিতের নেতৃত্বে ভারত অপরাজিত হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। রোহিতকে মুম্বইয়ের ফ্য়ানরা রাজার মতো সম্মান করেন। সেখানে হার্দিক! তাঁদের হজম করতে বেশ কষ্ট হচ্ছে।আগামী ৭ এপ্রিল মুম্বইয়ের চতুর্থ ম্য়াচ দিল্লির বিরুদ্ধে। দেখা যাক মুম্বই জিততে পারে কিনা!

আরও পড়ুন: WATCH | Jonty Rhodes: আইপিএলের মাঝপথেই চাকরি ছাড়লেন জন্টি! দুর্ধর্ষ বাইক কিনে যাচ্ছেন পাহাড়ে…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)