Rohit Sharma, Subhman Gill, Suryakumar Yadav may leave mumbai indians after this session get to know

মুম্বই: একটা সিদ্ধান্ত যে এতটা টালমাটাল পরিস্থিতি তৈরি করে ফেলবে ফ্র‍্যাঞ্চাইজির ভেতরে, তা বোধহয় কখনোই বুঝতে পারেননি নীতা আম্বানিরা। সমস্যা মিটতেই চাইছে না মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। হার্দিক পাণ্ড্যকে (Hardik Pan দলে ফেরানো, রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া কোনওটাই মানতে পারেননি মুম্বইয়ের সমর্থকেরা। এমনকী হার্দিক ক্যাপ্টেন হয়ে যোগ দেওয়ার পর তা মেনে নিতে পারেননি বুমরা (Jasprit Bumrah), সূর্যকুমারের (Suryakumar Yadav) মত দলের সিনিয়ররাও। এবার শোনা যাচ্ছে যে রোহিতের পথ ধরেই আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন এই দুই সিনিয়র ক্রিকেটারও। 

দলের অভ্যন্তরীণ সূত্র অনু্যায়ী জানা যাচ্ছে যে, রোহিত হার্দিকের অধিনায়কত্বে একেবারেই খুশি নন। এমনকী মাঠে অনেক সিদ্ধান্ত নিয়েই দুজনের মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে রোহিতকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন হার্দিক। যা দেখে সমর্থকরাও ক্ষোভ প্রকাশ করেছিলেন। শোনা যাচ্ছে যে ড্রেসিংরুমে এসেও ২ প্লেয়ারের মধ্যে ঝামেলা চলে বিভিন্ন ইস্যু নিয়ে। যার ফলে রোহিত নাকি ফ্র‍্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর পরের মরশুমে মুম্বইয়ের হয়ে খেলবেন না। 

রোহিত এই দলের হয়ে প্রায় ১৪ বছর ধরে খেলছেন। বুমরা খেলছেন প্রায় ১২ বছর ধরে। আর সূর্যকুমার যাদব খেলছেন ৯ বছর ধরে। দলের পাঁচবারের খেতাব জয়ে বড় ভূমিকা রয়েছে তিন তারকারই। রোোহিত তো নিজেই অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছেন ৫ বার। কিন্তু এরপরও হার্দিক পাণ্ড্যকে প্রায় ১৫ কোটি টাকা দিয়ে মুম্বই এবার তাদের ফ্র‍্যাঞ্চাইজিতে নিয়ে এসেছিল। একইসঙ্গে অধিনায়কও করেছিল। কিন্তু এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি মুম্বই শিবির। এর ফলে সমস্যা আরও বেড়েছে। 

এরই মধ্যে খবর ছড়িয়েছে যে মুম্বই ইন্ডিয়ান্সের এই বেহাল পরিস্থিতি দেখে ম্য়ানেজমেন্ট নাকি রোহিতকে নেতৃত্বভার ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু হিটম্য়ান নাকি তা গ্রহণে রাজি হননি। হার্দিকের জন্যই তাঁর থেকে নেতৃত্বভার কেড়ে নেওয়া হয়েছিল। তাই পুণরায় এভাবে খারাপ সময়ে ফের তাঁর কথা মনে পড়েছিল দলের। তবে ততদিনে পরিস্থিতি বদলে গিয়েছে। তাই রোহিত এখন আর অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে রাজি নন। 

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে ময়ঙ্কের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন স্মিথ

আরও দেখুন